অড সিগনেচারের কার্যক্রম বন্ধ ঘোষণা

পিয়ালের মৃত্যু

অড সিগনেচারের কার্যক্রম বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক

শনিবার সড়ক দুর্ঘটনায় মারা গেছেন নতুন ব্যান্ড অড সিগনেচারের ভোকালিস্ট ও গিটারিস্ট তানভীর আহাসান পিয়াল। গায়কের মৃত্যুর পর অনির্দিষ্টকালের জন্য ব্যান্ডের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে অড সিগনেচার।

রোববার সকালে এক ফেসবুক পোস্টে ব্যান্ডের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে অড সিগনেচার।

ব্যান্ডটির নতুন অ্যালবাম প্রকাশের কথা ছিল, সেটিও আটকে গেল।

আপাতত নতুন কোনো শোতেও পাওয়া যাবে না অড সিগনেচারকে। পিয়ালকে হারানোর শোক সামলিয়ে অড সিগনেচার কবে ফিরবে—তা এখনো জানা যায়নি।

সিলেটে এক কনসার্টে যাওয়ার পথে গতকাল শনিবার ভোরে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনায় এক সড়ক দুর্ঘটনায় পিয়ালসহ ব্যান্ডের সদস্যদের বহনকারী মাইক্রোবাসের চালক আবদুস সালামও মারা গেছেন। ব্যান্ডের বাকি সদস্যেরা আহত হয়েছেন।

চট্টগ্রামের এক কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন পিয়াল। বিশ্ববিদ্যালয়টির সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ২০১৭ সালে যাত্রা করেছে অড সিগনেচার, বিশেষ করে তরুণ শ্রোতাদের মধ্যে ব্যান্ডটির বেশ জনপ্রিয়তা রয়েছে।

news24bd.tv/TR