‘স্মার্ট বাংলাদেশ গড়তে উদ্ভাবনী ব্যবস্থা আধুনিকায়ন করতে হবে’

ফাইল ছবি

‘স্মার্ট বাংলাদেশ গড়তে উদ্ভাবনী ব্যবস্থা আধুনিকায়ন করতে হবে’

স্মার্ট বাংলাদেশ গড়তে হলে উদ্ভাবনী ব্যবস্থা আরও আধুনিকায়ন করতে হবে বলে জানালেন বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, মানুষদের সেবা সহজীকরণ করতে হলে সেবা ব্যবস্থাকেও হাল নাগাদ করতে হবে।

সোমবার (২৯ এপ্রিল) সকালে আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা -বিটিআরসি কার্যালয়ে ডিজিটাল ইনোভেশন শোকেসিং ও সেরা উদ্ভাবনী নির্বাচন অনুষ্ঠানে এ মন্তব্য করেন সংস্থাটির চেয়ারম্যান।

এসময় তিনি প্রত্যাশা করেন, উদ্ভাবনী কার্যক্রম সরকারের রুটিন ওয়ার্ক হলেও এই প্রদর্শনী বিটিআরসি'র কর্মীদের কাজে উৎসাহ দেবে।

কে কার চেয়ে বেশি সেবামূলক উদ্ভাবন করতে পারবে সে সুস্থ প্রতিযোগিতাও হবে বলে মন্তব্য করেন তিনি।

এর আগে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান শেষে চারটি স্টল ঘুরে দেখেন বিটিআরসি কর্মকর্তারা। সংস্থাটির চারটি বিভাগ থেকে সাতটি উদ্ভাবন প্রদর্শন করা হয়।