বৃহত্তর গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ধর্মঘট স্থগিত

বৃহত্তর গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ধর্মঘট স্থগিত

নিজস্ব প্রতিবেদক

কাপ্তাই সড়কে বাসের ধাক্কায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহতের জেরে গাড়ি পোড়ানোর প্রতিবাদে বৃহত্তর গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘট স্থগিত করা হয়েছে।

রোববার বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্তের কথা জানান সংগঠনের নেতৃবৃন্দ।

ধর্মঘট শুরুর ১২ ঘণ্টার মাথায় প্রত্যাহার করা হলো। চুয়েটের সামনের সড়কে পরিবহনের নিরাপত্তাসহ মালিক শ্রমিকদের প্রধান চারটি দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয় জেলা প্রশাসন।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গোলাম মোর্শেদ খান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নোবেল চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাউজান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাঙ্গুনিয়া, চট্টগ্রাম জেলা পুলিশের প্রতিনিধি, বিআরটিসির সহকারী পরিচালক রায়হানা আক্তার উর্থি প্রমুখ।

news24bd.tv/তৌহিদ