জেলেনস্কিকে হত্যাচেষ্টার অভিযোগে পোলিশ নাগরিক গ্রেপ্তার

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত

জেলেনস্কিকে হত্যাচেষ্টার অভিযোগে পোলিশ নাগরিক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকে সম্ভাব্য হত্যাচেষ্টা ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে এক পোলিশ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।  

পোল্যান্ডের কৌঁসুলিরা জানান, পাওয়েল কে নামের ওই ব্যক্তিকে রাশিয়ার গোয়েন্দা বাহিনীর সঙ্গে যোগসাজশ করে জেলেনস্কির ওপর সম্ভাব্য হত্যাচেষ্টার ষড়যন্ত্রে জড়িত থাকার দায়ে গ্রেপ্তার করা হয়েছে। খবর এএফপির।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পোল্যান্ডের ন্যাশনাল প্রসিকিউটরস অফিস বলেছে, পাওয়েল কে নামে শনাক্ত করা ওই নাগরিকের বিরুদ্ধে পোল্যান্ডের বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার প্রস্তুতির অভিযোগ আনা হয়েছে।

এদিকে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অ্যান্ড্রি কোস্টিনের তথ্য অনুসারে, গ্রেপ্তার সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, তিনি রাশিয়ার সামরিক কমান্ডের প্রতিনিধিদের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ প্রতিষ্ঠা করেন এবং রুশ বৈদেশিক সামরিক গোয়েন্দা সংস্থার সঙ্গে সহযোগিতা করার বিষয়ে তাঁর প্রস্তুতির কথা জানান।

তার বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে অন্যতম হচ্ছে, তিনি পোল্যান্ডের দক্ষিণ–পূর্বাঞ্চলীয় জাসিওনকা শহরে রেজ ডব্লিউ–জাসিওনকা আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা–সংক্রান্ত তথ্য সংগ্রহ করেন এবং তা রাশিয়াকে সরবরাহের চেষ্টা করেন।

বিমানবন্দরটি ব্যবহার করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যাতায়াত করেন। তিনি প্রায়ই এখানে আসেন।

এছাড়া জেলেনস্কি সর্বশেষ গত বছরের এপ্রিলে আনুষ্ঠানিকভাবে পোল্যান্ড সফর করেন। অনানুষ্ঠানিকভাবেও অহরহ তার পোল্যান্ডে আসার গুঞ্জন রয়েছে।

মার্কিন সৈন্যরা বিমানবন্দরটির কার্যক্রম নিয়ন্ত্রণ করেন। পুরো এলাকা সব সময় মার্কিন সেনাদের কড়া পাহারায় থাকে। প্রায়শই ইউক্রেনের মধ্যে এবং বাইরে ভ্রমণকারী আন্তর্জাতিক নেতাদের এবং সাহায্য কর্মীদের যাতায়াতের নিরাপদ রুট হিসেবে এটি পরিচিতি।

এ বিষয়ে এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) এক বিবৃতিতে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল কোস্টিন লেখেন, পোল্যান্ড সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে রাশিয়ার বিশেষ বাহিনীর সদস্যদের সম্ভাব্য হত্যাচেষ্টার পরিকল্পনায় সহায়তা করাই ছিল ওই তথ্য সংগ্রহ ও সরবরাহ করার উদ্দেশ্য।

আরও পড়ুন: জনসন অ্যান্ড জনসনের কাশির সিরাপ ব্যবহারে সতর্কতা জারি করতে যাচ্ছে ডব্লিউএইচও

২০২২ সালের ডিসেম্বরে ওয়াশিংটন সফর থেকে ফেরার পথে ওই বিমানবন্দরে নেমেছিলেন জেলেনস্কি। যুদ্ধের কারণে ইউক্রেনের আকাশপথে প্রায় সব বিমান উড্ডয়ন বন্ধ রয়েছে। এ জন্য দেশটির নেতাদের বিদেশ সফরে যেতে পোল্যান্ডের মতো প্রতিবেশী দেশগুলোর বিমানবন্দর ব্যবহার করতে হচ্ছে। পোলিশ কৌঁসুলিরা জানান, ইউক্রেনের গোয়েন্দা বাহিনীর তথ্যের ভিত্তিতে পাওয়েলকে গ্রেপ্তার করা হয়েছে।

পাওয়েল কোনো তথ্য রাশিয়ার গোয়েন্দা বাহিনীর কাছে পাচার করেছেন কি না তা অবশ্য স্পষ্ট করেননি তারা। আদালতে দোষী প্রমাণিত হলে পাওয়েলের সর্বোচ্চ আট বছরের জেল হতে পারে।

উল্লেখ্য, প্রেসিডেন্ট জেলেনস্কি সর্বশেষ গত বছরের এপ্রিলে পোল্যান্ড সফর করেন। সফরে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা ও জনগণের পক্ষ থেকে ব্যাপক সংবর্ধনা পান তিনি।

news24bd.tv/DHL