গণমাধ্যমের কণ্ঠরোধ করে অপতথ্য রোধ করা সম্ভব নয়: তথ্য প্রতিমন্ত্রী

গণমাধ্যমের কণ্ঠরোধ করে অপতথ্য রোধ করা সম্ভব নয়: তথ্য প্রতিমন্ত্রী

আরিফুল ইসলাম

গণমাধ্যমের কণ্ঠরোধ করে অপতথ্য রোধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সরকারের ১০০তম দিন উপলক্ষে শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, অপতথ্য রাষ্ট্রকে ঝুঁকির মধ্যে ফেলছে, তাই এ সমস্যা রোধে সরকারের ভূমিকার পাশাপাশি গণমাধ্যমের ভূমিকার পালন করতে হবে।

তিনি আরও বলেন, তথ্য পাওয়ার অধিকার বাস্তবে নিশ্চিত করে সাংবাদিকদের জন্য একটি পরিবেশ তৈরি করা হবে।

কেউ অর্থনৈতিক সমস্যায় পড়লে সরকারিভাবে সহযোগিতা করা আশ্বাস দেন তিনি।

অপতথ্যের বিস্তার দেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, এইসব অপতৎপরতা রোধে সরকার আরও কঠোর ভূমিকা পালন করবে।  

অপতথ্য রোধে সবাইকে সোচ্চার হতে এবং সাংবাদিকদের বস্তুনিষ্ট সংবাদ প্রকাশে সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি।

news24bd.tv/TR