দুই দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট

দুই দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

পঞ্চগড় প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে দুইদিন বন্ধ থাকবে চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট। এ সময়ের মধ্যে স্থলবন্দরটিতে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

আজ শনিবার (৬ জানুয়ারী) বিকেলে বন্দরটির সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম জানান, শনিবার ও রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ছুটি থাকায় দুইদিন বন্ধ থাকছে দেশের গুরুত্বপূর্ন চারদেশিয় বাংলাবান্ধা স্থলবন্দর।

আগামী সোমবার (৮ জানুয়ারী) সকাল থেকে বন্দরটি দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল হবে।

তবে বন্দর বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক থাকবে।

বাংলাবান্ধা স্থলবন্দরের স্থলবন্দরের ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুইদিন বাংলাবান্ধা স্থলবন্দর বন্ধ থাকছে। তাই ৬ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী সোমবার থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশনের পুলিশ জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানী বন্ধ থাকলেও ইমিগ্রেশনে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

news24bd.tv/SHS