নতুন পাঠ্যক্রম নিয়ে কিছু ব্যক্তি অপপ্রচার চালাচ্ছে: শিক্ষামন্ত্রী

ফাইল ছবি

নতুন পাঠ্যক্রম নিয়ে কিছু ব্যক্তি অপপ্রচার চালাচ্ছে: শিক্ষামন্ত্রী

রিয়াজ সুমন

নতুন পাঠ্যক্রম নিয়ে কিছু ব্যক্তি, গোষ্ঠি রাজনৈতিক ফায়দা নিতে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রোববার সকালে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির বই বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক মিথ্যাচার ছড়ানো হচ্ছে।

মন্ত্রী অভিযোগ করেন, নতুন কারিকুলামে নেই এমন বিষয়গুলো ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে।

নতুন কারিকুলামে নেই এমন ভিডিও প্রকাশ করে প্রোপাগান্ডা করছে একটি গোষ্ঠী। এসব গুজবে কান না দিয়ে সন্তানরা কি শিখছে সেদিকে নজর দেয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, এসব গুজবের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। অভিভাবকদের ধৈর্য ধরারও আহ্বান জানান দীপু মনি।

news24bd.tv/TR