ফুলের টবে গাঁজা চাষ করে গ্রেপ্তার যুবক 

সংগৃহীত ছবি

ফুলের টবে গাঁজা চাষ করে গ্রেপ্তার যুবক 

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় গাঁজা চাষের দায়ে সবুজ প্যাদা(২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। নিজ বাড়ির আঙিনায় ফুলের টবে পরীক্ষামূলকভাবে গাঁজা গাছের চাষ করেছিলেন ওই যুবক। গাছের চারা অনেকটা বড় হয়েছিল।  

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরলক্ষ্মী গ্রামের সবুজের বাড়িতে অভিযান চালায় পুলিশ।

এসময় ফুলের টব হতে গাঁজা গাছ জব্দ করা হয়। পরে শনিবার দুপুরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করে রাঙ্গাবালী থানা পুলিশ।

একই দিনে পৃথক অভিযানে আধা কেজি মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে সাকিল নামের এক মাদক কারবারিকে। ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রাম থেকে তাকে আটক করা হয়।

পরে তাকেও শনিবার দুপুরে গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। গ্রেপ্তারকৃত সাকিলের বিরুদ্ধে রাঙ্গাবালী থানায় মাদক ও সন্ত্রাসী কার্যকলাপ করার অভিযোগ মামলা রয়েছে।

রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম মজুমদার জানান, দুই শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করায় রাঙ্গাবালীতে মাদক অনেকটা নিয়ন্ত্রণে আসবে। তবে অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবেনা।

news24bd.tv/Arh