সাম্প্রতিক সময়ে রঙিন পোশাকে ফিল্ডিংয়ে উন্নতির ছাপ থাকলেও সাদা পোশাকে পারফর্মেন্স অনেকটাই ফিকে। টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রে (২০২১-২৩) বাংলাদেশ মোট ১২টি ম্যাচ খেলে। এই ম্যাচগুলোতে আসা ৬১টি ক্যাচের মধ্যে ফিল্ডাররা নিয়েছেন ৪০টি ক্যাচ। প্রায় ৩৪ শতাংশ ক্যাচই নিতে পারেননি বাংলাদেশের ফিল্ডাররা, ৯ দলের মধ্যে এটিই সর্বনিম্ন।
সেই ফিল্ডিং নিয়ে প্রশ্নই কঠিন লাগল টাইগার অধিনায়ক লিটনের কাছে। এ নিয়ে প্রশ্নের জবাবে লিটন বলেন, ‘কঠিন প্রশ্ন ভাই। এতো এতো জ্ঞান আপনাদের কাছে।
জবাবে লিটন বলেন, ‘আপনি যখন নিয়মিত ক্যাচ মিস করছেন, আস্তে আস্তে দিন দিন পেছনের দিকে যাচ্ছেন। যে জায়গায় হয়তো কেউ একটা-দুইটা উইকেট আগে নিতে পারতো, ওই জায়গায় পেছনে যাচ্ছে। আমরা চেষ্টা করছি, চেষ্টার মাধ্যমটা কী? অনুশীলন করছি। অনেক কষ্ট করছি। কষ্ট করতে করতে একটা সময় কেষ্ট মেলবে। ওই আশাতেই আছি। পরিশ্রম করছি। ’
তিনি বলেন, ‘বেশির ভাগ ক্রিকেটারই খেলেছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। বেশির ভাগ ক্রিকেটারই খেলার ওপরে আছে। আমরা যারা নিয়মিত ওয়ানডে ফরম্যাটে খেলছি, আমার কাছে খুব একটা ওরকম কিছু না। এটা হচ্ছে মেন্টাল শিফট, কেউ যদি মেন্টাল শিফট করতে পারে তাহলে ওরকম কোনো সমস্যা হবে না। ’
news24bd/ARH