কর্মচারীর সঙ্গে প্রেমের সম্পর্ক, পদত্যাগ করলেন টরেন্টোর মেয়র

সংগৃহীত ছবি

কর্মচারীর সঙ্গে প্রেমের সম্পর্ক, পদত্যাগ করলেন টরেন্টোর মেয়র

অনলাইন ডেস্ক

পদত্যাগ করেছেন কানাডার সবচেয়ে বড় শহর টরেন্টোর মেয়র জন টোরি। সাবেক এক কর্মচারির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিলো স্বীকার করে শুক্রবার পদত্যাগের ঘোষণা দেন তিনি। এমনটাই জানিয়েছে জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে।  

শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দিয়ে টোরি জানান, এ বছরের শুরুতেই সম্পর্ক শেষ করে দিয়েছেন তিনি।

এবং ওই কর্মী সিটি হলের চাকরি ছেড়ে দিয়েছেন।  

এর আগে টরোন্টো স্টার সংবাদপত্রে তার প্রেমের খবর প্রকাশিত হয়। খবরে বলা হয়, ৬৮ বছরের টোরি তার থেকে বয়সে অনেক ছোট এক কর্মচারির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। ৩১ বছর বয়সী ওই সিটি হলে নারী উপদেষ্টা হিসেবে কাজ করতেন।

 

সংবাদ সম্মেলনে টোরি বলেন, আমি স্বীকার করছি এই সম্পর্কে জড়িয়ে পড়া আমার আমার গুরুতর ভুল ছিল। আমি যখন এই সম্পর্কে জড়াই তখন করোনার কারণে দীর্ঘ সময় আমার স্ত্রীর থেকে দূরে থাকতে হয়েছে। এ কারণে আমি মেয়রের আসন থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। তবে তার প্রেমিকার পরিচয় প্রকাশ করেননি টোনি।

সম্প্রতি তৃতীয়বারের মত মেয়র নির্বাচিত হওয়া জন টোনি ২০১৪ সালে প্রথম মেয়র নির্বাচিত হন। এ ঘটনা টরোন্টোর জনগণের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন তিনি।