শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে পারে কুয়াশাও

সংগৃহীত ছবি

শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে পারে কুয়াশাও

অনলাইন ডেস্ক

চলতি মাসের মাঝামাঝি থেকেই সারাদেশে কমতে শুরু করেছে তাপমাত্রা, বাড়তে থাকে শীতের প্রকোপ। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশাও। এমন পরিস্থিতিতে আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

বুধবার (২১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং এছাড়া দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। একইসঙ্গে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়ার সামান্য পরিবর্তনের আভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল এবং তার আশেপাশের এলাকায় লঘুচাপটি অবস্থান করছে।

এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছে।

news24bd.tv/হারুন