পটুয়াখালীতে ইউপি চেয়ারম্যান হলেন আ.লীগের বিদ্রোহী প্রার্থী

সংগৃহীত ছবি

পটুয়াখালীতে ইউপি চেয়ারম্যান হলেন আ.লীগের বিদ্রোহী প্রার্থী

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এটিএম মোস্তাফিজুর রহমান বিজয়ী হয়েছেন। বুধবার (২ নভেম্বর) রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
মোস্তাফিজুর আমড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। দলের সিদ্ধান্ত উপেক্ষা করে নৌকার বিপক্ষে ভোট করায় তাকে দল থেকে বহিস্কার করা হয়।

 

জানা যায়, উপজেলার আমড়াগাছি ইউপিতে বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট হয়। ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হয়। নির্বাচনে এটিএম মোস্তাফিজুর রহমান পেয়েছেন ২ হাজার ৯২২ভোট। তার নিকটতম প্রার্থী সেলিনা রশিদ শিরিন চশমা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৭৩৬ ভোট।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। এতে স্বতন্ত্র প্রার্থী এটিএম মোস্তাফিজুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।  

উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর ইউপির চেয়ারম্যান মো. সুলতান আহম্মেদ মারা যান। ফলে চেয়ারম্যানের পদটি শূন্য হয়। ২৫ সেপ্টেম্বর নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। নির্বাচনে মোট ৬জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ছিলেন ১৯ হাজার ৯৭৩ জন।