আড়িয়াল খাঁতে নিখোঁজ মাঝির মরদেহ

আড়িয়াল খাঁতে নিখোঁজ মাঝির মরদেহ

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে আড়িয়াল খাঁ নদ পারাপারের সময় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নিখোঁজ মাঝি মো. দুলাল ভূঁইয়ার-(৬০) এর লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার কয়ারিয়া এলাকার আড়িয়াল খাঁ নদের চরআলীমাবাদ নামক স্থান থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত দুলাল উপজেলার কয়ারিয়া ইউনিয়নের চর আলীমাবাদ গ্রামের এচাহাক ভূইয়ার ছেলে।

বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন থানা-পুলিশ।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মো. দুলাল ভূইয়া গত রোববার রাতে একই গ্রামের আড়িয়াল খাঁ নদের ফকির বাড়ির সামনের খেয়া ঘাট থেকে তিনজন যাত্রী নিয়ে নদী পারাপারের উদ্দেশ্যে নৌকা ছেড়ে যায়। নৌকাটি নদের মাঝখানে পৌঁছালে এমবি আকলিমা -৭ নামের বালুবাহী বাল্কহেড ধাক্কা দেয়। এতে করে নৌকাটি ডুবে যায়। পরে যাত্রীরা সাঁতার দিয়ে উপরে আসতে পারলেও নিখোঁজ হন মাঝি দুলাল ভূইয়া।

কিন্তু মঙ্গলবার দিবাগত রাত ৮ টার দিকে ওই নিখোঁজ মাঝির লাশ নদীতে ভাসতে দেখে স্থানীয় লোকজন থানা-পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ওই মাঝির লাশ উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. শামীম হোসেন বলেন, বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ হওয়া মাঝি দুলাল ভূঁইয়ার লাশ উদ্ধার করা হয়েছে।

news24bd.tv/তৌহিদ