কক্সবাজার পৌর নির্বাচনে ভোট গ্রহণ চলছে

কক্সবাজার পৌর নির্বাচনে ভোট গ্রহণ চলছে...

কক্সবাজার পৌর নির্বাচনে ভোট গ্রহণ চলছে

কক্সবাজার প্রতিনিধি

বহু কাঙ্ক্ষিত কক্সবাজার পৌরসভার নির্বাচনে ভোট গ্রহণ চলছে। বুধবার সকাল ৮ টা থেকে পৌরসভার ১২টি ওয়ার্ডের ৩৯টি কেন্দ্র ভোট গ্রহণ শুরু হয়। যেখানে ৩টিতে ইবিএম পদ্ধতি ভোট গ্রহণ হচ্ছে।

 ভারী বৃষ্টিপাতের কারণে কেন্দ্রে ভোটারের উপস্থিতি একটু কম হলেও নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে।

ভোট গ্রহণের জন্য ৩৯টি ভোট কেন্দ্রে স্থায়ী ২২৪টি ও অস্থায়ী ১১টি বুথ রয়েছে।

পৌর নির্বাচনে মেয়র পদে পাঁচ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৭ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৬৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ৮৩ হাজার ৭২৮ জন ভোটার রয়েছে। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছে ৪৪ হাজার ৩৭৩ জন ও নারী ভোটার রয়েছেন ৩৯ হাজার ৩৫৫ জন।

---------------------------------------------------------
আরও পড়ুন  : নানিয়ারচরে উপজেলা চেয়ারম্যান পদে উপ-নিবার্চন আজ

----------------------------------------------------------

প্রতিটি কেন্দ্রে একজন করে প্রিসাইডিং অফিসার ও প্রতিটি বুথে একজন করে সহকারি প্রিসাইডিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে। একইভাবে ৪৪৮ জন পোলিং এজেন্ট দায়িত্ব পালন করছেন।

নির্বাচনে হাজার খানিক বেশি পুলিশ, ৬ প্লাটুন বিজিবি, ৫০ জন র‌্যাব সদস্য নিরাপত্তার দায়িত্বে রয়েছে। ১২ টি ওয়ার্ডে ভ্রাম্যমান আদালত নিয়ে মাঠে রয়েছেন ১২ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর