স্বাধীনতার একান্ন বছরেও অবহেলায় ১১৬ বধ্যভূমি

স্বাধীনতার একান্ন বছরেও অযত্ন আর অবহেলায় পড়ে আছে চট্টগ্রামের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত ১১৬টি বধ্যভূমি। এমনকি বেশিরভাগ বধ্যভূমির নেই স্মৃতিচিহ্নও। সেই স্মৃতিচিহৃ সংরক্ষণ না হওয়ায় হতাশ মুক্তিযোদ্ধারা। জেলা প্রশাসক ও চট্টগ্রাম সিটি মেয়র বলছেন, এবার মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের প্রকল্পে সংরক্ষণ হবে মুক্তিযুদ্ধের সব স্মৃতিচিহ্ন।

৭১’এর সেই দিনের নির্মম হত্যার স্মৃতি মাথায় নিয়ে এভাবে ধুঁকে ধুঁকে কাঁদছে স্বজনরা। যাদের জীবনের বিনিময়ে আজকের সোনার বাংলাদেশ, চট্টগ্রামের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত ১১৬টি বধ্যভূমিগুলোও এখনো হয়নি সংরক্ষিত। প্রিয়জনদের হারানোর স্মৃতিচিহ্ন ধরে রাখতে বধ্যভূমি সংরক্ষণের দাবি এই মুক্তিযোদ্ধা কমান্ডারের।

তবে সিটি মেয়র ও জেলা প্রশাসক বলছেন, নতুন প্রজন্মদের মুক্তিযুদ্ধের স্মৃতি সম্পর্কে জানাতে বর্ধ্যভূমিগুলো সংরক্ষণ করবে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়।

চট্টগ্রাম নগরে ছড়িয়ে ছিটিয়ে আছে ৬১টি বধ্যভূমি। আর পুরো জেলায় বধ্যভূমি আছে ১১৬টি।

news24bd.tv তৌহিদ