বিচ্ছেদে হবে আর্থিক উন্নতি! 

বিবাহবিচ্ছেদ কিংবা প্রেম ভেঙে যাওয়ার পর আর্থিক উন্নতি হয়েছে অধিকাংশ মানুষের। কানাডায় একটি ব্যাংকের সমীক্ষা এমনটাই বলছে।

যারা সিঙ্গেল বলে আপসোস করছেন, তাদের জন্য একটু হলেও খুশির খব হতে পারে সম্প্রতি প্রকাশিত একটি সমীক্ষার ফল।

কানাডায় ১৭০০ জনের উপর করা একটি ব্যাংকের সমীক্ষা জানাচ্ছে, বিবাহবিচ্ছেদ কিংবা প্রেম ভেঙে যাওয়ার পর আর্থিক উন্নতি হয়েছে অধিকাংশ মানুষের। সমীক্ষায় অংশগ্রহণকারীদের প্রায় ৭৪ শতাংশই বলছেন বিবাহিত কিংবা আগের সম্পর্কে থাকার সময় তাদের অর্থনৈতিক অবস্থার তুলনায় বিচ্ছেদের পর সেই অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। এমনকি ভবিষ্যতেও তাদের অর্থনৈতিক অবস্থা আরও ভাল হওয়ার কথা বলেছেন সংশ্লিষ্টরা।

তবে এমনটা হওয়ার কারণ উল্লেখ করে সমীক্ষা বলছে, ৫২ শতাংশ মানুষ জানিয়েছেন বিচ্ছেদের পর আয় ব্যয়ের হিসেবের ব্যাপারে সচেতন হয়েছে অনেক ব্যক্তি। ৫৭ শতাংশ বলেছেন, বিচ্ছেদের পর তাদের খরচ  অনেকটাই কমে গিয়েছে। আর ৫৪ শতাংশ মানুষের দাবি, বিচ্ছেদের পর একজনের হিসেব করা আগের চেয়ে সহজ মনে হয়েছে তাদের।

সূত্র : আনন্দবাজার

news24bd.tv/এমি-জান্নাত