পেটের মেদ কমাতে খাদ্যাভ্যাস আনুন পাঁচটি পরিবর্তন

ওজন কমানোর মানুষ সবচেয়ে বেশি সমস্যায় পড়ে পেটের মেদ কমানোর সময়। শরীরের অন্যান্য অংশের মেদ কমলেও পেটের মেদ সহজে কমে না। মেদ কমাতে খাদ্যাভ্যাস কিছু পরিবর্তন আনা জরুরি। আসুন সেগুলো একটু জেনে নেই:

১. খাদ্যতালিকায় ফাইবারসমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করতে হবে। যেমন—লাল চাল বা লাল আটার তৈরি খাবার এবং শাকসবজি ও ফলমূলজাতীয় খাবারে মিলবে আঁশ।

২. গ্রিন-টিতে আছে অ্যান্টি–অক্সিডেন্ট, যা পেটের মেদ কমাতে খুব বেশি কার্যকর। তাই দুধ ও চিনি বেশি দিয়ে চা পানের অভ্যাস বদলে নিন গ্রিন-টিতে।

৩. আখরোট, কাঠবাদাম ও সামুদ্রিক মাছ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের উৎস। তাই এসব খাবার পেটের মেদ কমাতে কার্যকর।

আরও পড়ুন: 

নারায়ণগঞ্জে বিএনপি-জামায়াত নৌকাকে ডোবানোর ক্ষমতা রাখে না: শামীম ওসমান

পিরোজপুরে অনির্দিষ্টকালের ডাকা ধর্মঘট চলছে

১৫ দিন বঙ্গোসাগরে ভাসছিল ২০ জেলে

৪. ঝাল খাবার খান কিন্তু সেই ঝাল আসবে দারুচিনি, আদা, গোলমরিচ এবং কাঁচামরিচ থেকে। এসব রান্নায় ব্যবহার করুন। এই মসলা স্বাস্থ্যকর ও পেটের মেদ কমাতে কার্যকর।

৫. সকাল শুরু করুন এক গ্লাস কুসুম গরম পানিতে লেবুর রস মিশিয়ে পান করে। এতে শরীরের হজমপ্রক্রিয়া ভালো থাকবে এবং শরীরে মেদ জমার প্রক্রিয়া ধীর হবে।

news24bd.tv/ নাজিম