চুল আঁচড়ানোর নিয়ম

চুলের সঠিক যত্নে প্রয়োজন ভালোভাবে আঁচড়ানো। আমরা অনেকেই এই বিষয়টি জানিনা। আবার অনেকেই চুল আঁচড়ালেও সঠিক পদ্ধতিতে তা করছেন না। আসুন চুল আঁচড়ানোর সঠিক পদ্ধতিটি জেনে নেই:-

চুল আঁচড়ানোর নিয়ম:

১.প্রথম ধাপ হল মাথা নিচু করে সব চুল সামনে আনতে হবে৷ তারপর ঘাড় থেকে শুরু করে চুলের আগা পর্যন্ত আঁচড়াতে হবে। তার পর আবার চুল পিছনে ফেলে কপাল থেকে শুরু করে আঁচড়াতে হবে শেষ অংশ অবধি৷

২.সারা দিনে কত বার চুল আঁচড়াতে হবে, তা নির্ভর করে চুলের ধরণ ও দৈর্ঘ্যের উপর৷ চুল যদি মোটামুটি স্ট্রেইট বা সামান্য ওয়েভি হয় সেক্ষেত্রে দিনে দু’বার আঁচড়ালেই হবে। সকালে ঘুম থেকে উঠে একবার এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে আরেকবার।

৩.চুল যদি খুব লম্বা হয় তাহলে দিনে তিন বার চুল আঁচড়াতেই হবে৷ চেষ্টা করুন বেশিরভাগ সময় চুল বেঁধে রাখার। এতে করে চুলের স্বাভাবিক ওয়েলিভাব বজায় থাকবে। আর চুল বেঁধে রাখলে চুলে জট বাঁধার সম্ভাবনাও থাকবে না।

আরও পড়ুন:

মিয়ানমার: লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় জাতিসংঘের তদন্তের আহ্বান

লঞ্চে আগুন: সুগন্ধা নদী থেকে আরও একজনের মরদেহ উদ্ধার

৫৩ ভোটে হার, দুই প্রার্থীর সমর্থকদের তুমুল সংঘর্ষ

৪.চুল যদি খুব কোঁকড়া হয় বা তেলতেলে হয় তাহলে দিনে এক বার আঁচড়ালেই হবে৷ সব সময় মোটা দাঁতের চিরুনি ব্যবহার করুন৷ তাহলে জট দ্রুত মুক্ত হবে।

news24bd.tv/ নাজিম