আফগানিস্তানের টেস্ট অভিষেক, টস জিতে ব্যাটিংয়ে ভারত 

টেস্ট ক্রিকেটের অভিজাত আঙ্গিনায় অভিষেক হলো আফগানিস্তানের। দ্বাদশ দেশ হিসেবে আজ প্রথমবারের মতো সাদা পোশাকের ক্রিকেট খেলতে নেমেছে আফগানরা।  

ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ঐতিহাসিক ম্যাচে তাদের বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে স্বাগতিক ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত টিম ইন্ডিয়ার সংগ্রহ ১২ ওভারে বিনা উইকেটে ৫৪ রান। ক্রিজে আছেন দুই ওপেনার শিখর ধাওয়ান (৩১*) ও মুরালি বিজয় (১৩*)।   গেল সপ্তাহেই টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার আত্মবিশ্বাস নিয়ে আজ টেস্ট খেলতে নেমেছে আফগানরা। দলটিকে নেতৃত্ব দিচ্ছেন আজগর স্ট্যানিকজাই। ইতিহাসে নাম লেখানোর দিনে সেরা ক্রিকেট খেলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।  

দলটিতে রয়েছেন বিশ্বমানের দুই স্পিনার রশিদ খান ও মুজিব জাদরান। জাদুকরী ঘূর্ণিতে কোহলিবিহীন ভারতের কঠিন পরীক্ষা নিতে চান তারা।     উল্লেখ্য, গেল বছর আয়ারল্যান্ড ও আফগানিস্তানকে টেস্ট মর্যাদা দেয় আইসিসি। মর্যাদা পাওয়ার পর গেল মাসেই একাদশ দেশ হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় আয়ারল্যান্ডের। অরিন/নিউজ টোয়েন্টিফোর