আসছে বর্ষায়ও প্রাণহানির শঙ্কা

চট্টগ্রামের ৩০ পাহাড়ে ৪ লাখ মানুষের ঝুঁকিপূর্ণ বসবাস

বর্ষা আসলে ভয়ঙ্কর রূপ নেয় চট্টগ্রামের পাহাড়। স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় তবুও চট্টগ্রামের ৩০টি পাহাড়ে ঝুঁকিতে বসবাস করছে ৪ লাখের বেশি মানুষ। আবারও পাহাড় ধ্বসে প্রাণহানির আশংকায় ঝুঁকিতে বসবাসকারীদের সরিয়ে যাওয়ার নির্দেশ পাহাড় ব্যবস্থাপনা কমিটি ও জেলা প্রশাসনের। নগর বিশ্লেষকরা বলছেন প্রশাসনের ব্যর্থতায় দিন দিন বাড়ছে পাহাড়ে বসতি। মদদ দিচ্ছে প্রভাবশালীরা।

আবারো বর্ষা শুরু। টানা বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতার সাথে চলে আসে পাহাড়ধস নামের আরেকটি দুর্যোগ। প্রতিবছর পাহাড় ধসে মৃত্যুর মিছিল দীর্ঘ হলেও পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাস বন্ধ হচ্ছে না। প্রভাবশালীদের ছাত্রছায়ায় চলছে বড় বাণিজ্য।

পাহাড় বিক্রি করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন কেউ কেউ। জমি হাতবদল হতে হতে চলে জীবন নিয়ে টাকার খেলা। পাহাড় কাটা ও বসতি নির্মানের ফলে বর্ষা আসলেই ধস নামে। এ পর্যন্ত চট্টগ্রামের পাহাড় ধসে প্রাণ গেছে অন্তত চারশোর কাছাকাছি।

news24bd.tv / কামরুল