করোনার দ্বিতীয় ঢেউয়ের মুখে বাংলাদেশ

করোনার দ্বিতীয় ঢেউয়ের মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ। আর সেই ঢেউয়ের মুখে স্বাস্থ্যবিধি না মানলে চরম ঝুঁকির মধ্যে পড়বে পুরো দেশ।  

এমন মন্তব্য আইইডিসিআর যেমন করছে তেমনি বলছেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসকও। ফলে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সরকারকে আরো কঠোর এবং সাধারণ মানুষকে পূর্ণ সচেতন হওয়ার পরামর্শ তাদের।  

রাজধানীর শাহবাগ এলাকার প্রতিদিনের চিত্র বলে দেয় স্বাস্থ্যবিধি মানতে মানুষের কতটা অনীহা। মাস্ক নেই, নেই নিরপাদ দুরত্ব মানার বালাই। জানুয়ারিতে দেশে করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসার পর থেকে এই হলো স্বাস্থ্যবিধি মানার বাস্তবতা।

১০ মার্চ থেকে টানা ১১ দিন সংক্রমনের গ্রাফ উপরের দিকে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও এমআইএস পরিচালকও।

আইইডিসিআর বলছে, ইউকে ভ্যারিয়েন্টের যে ভাইরাসটি বাংলাদেশে শনাক্ত হয়েছে তা অন্তত ৪০-৭০ শতাংশ বেশী সংক্রমণের ক্ষমতা রাখে।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বলছেন, স্বাস্থ্যবিধি না মানাই সংক্রমণ বৃদ্ধির প্রধান কারণ।

শ্রীলংকার সঙ্গে বাংলাদেশের কী কী চুক্তি হলো জেনে নিন

সরকারদলীয়দের জন্য এক ধরনের আইন অন্যদের জন্য ভিন্ন: জিএম কাদের

বায়ু দূষণ ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেই

ফেইসবুকে মোদির সফরবিরোধী স্ট্যাটাস দিয়ে ছাত্র আটক

তারা বলছেন, এভাবে সংক্রমণ বাড়তে থাকলে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবিলা করতে হবে বাংলাদেশকে।

সারাদেশে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে, সরকারকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

news24bd.tv নাজিম