পর্দা উঠল দ্বাদশ বিশ্বকাপের

সব জল্পনা-কল্পনার অবসান। বিশ্বকাপের উদ্বোধন অবশেষে। দ্বাদশ বিশ্বকাপের পর্দা উঠল লন্ডনের ‘দ্য মলে’। ১০টি দেশের অধিনায়কের উপস্থিতিতে শুরু হয় অনুষ্ঠানটি। এর আগে বাকিংহাম প্যালেসে রানী এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করেন ১০ দলের অধিনায়কেরা।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে ডাকা হয় অংশ নেয়া দশ দলের অধিনায়কদের। এরপর শুরু হয় ড্রাম অ্যান্ড বেস ব্যান্ড রুডিমেন্টালের পারফর্ম। ক্রিকেট বিশ্বের সবচেয়ে মর্যাদাকর এই লড়াইয়ের এবার অফিসিয়াল থিম সং গেয়েছেন উঠতি তারকা লরিন এবং ব্রিটিশ ব্যান্ড রুডিমেন্টাল। গানটির নাম রাখা হয়েছে ‘স্ট্যান্ড বাই’।

কমেডিয়ান প্যাডি ম্যাকগিনিস থাকছেন বিশেষ অনুষ্ঠান ‘সেলিব্রেশন অব ক্রিকেট, মিউজিক অ্যান্ড কালচার’ নিয়ে। এরপর শুরু হয় অংশগ্রহণকারী ১০ দেশের প্রতিনিধিত্ব একজন সাবেক ক্রিকেটার ও তারকা। তারা ব্যাটে-বলে মাতান উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাকিস্তানের নোবেলজয়ী মালালা ইউসুফ। পুরো অনুষ্ঠানটিই হয়েছে ইংল্যান্ডের ঐতিহাসিক স্থান ‘দ্য মলকে’ পেছনে রেখে।

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)