<p><strong>ইউএনবি</strong></p>

ইউক্রেনের ১০১টি ড্রোন প্রতিহত ও ধ্বংসের দাবি রাশিয়ার

গত শুক্রবার সারা রাত ধরে ইউক্রেনের ১০১টি ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে বলেছে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

শনিবার (২১ সেপ্টেম্বর) মন্ত্রণালয় জানিয়েছে, ব্রায়ানস্ক অঞ্চলে ৫৩টি, ক্রাসনোদার অঞ্চলে ১৮টি এবং কালুগা, তভার ও বেলগোরোদ, স্মোলেনস্ক ও কুরস্ক অঞ্চলের পাশাপাশি আজভ সাগরের কাছে বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রাসনোদার অঞ্চলের তিখোরেৎস্ক জেলায় দুটি ড্রোন ভূপাতিত হওয়ায় সৃষ্ট অগ্নিকাণ্ডের পর প্রায় ১ হাজার ২০০ লোককে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে, রুশ বাহিনী গত রাতে ইউক্রেনের জ্বালানি স্থাপনা, ড্রোন উৎপাদন কর্মশালা এবং কর্মী, অস্ত্র ও সামরিক সরঞ্জামের অবস্থানে উচ্চ-নির্ভুল অস্ত্র ও ড্রোন দিয়ে একটি গ্রুপ হামলা চালিয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

news24bd.tv/JP