বাগেরহাটে গ্রেড বৈষম্যর বিরুদ্ধে শিক্ষকদের মানববন্ধন

বাগেরহাটের শরণখোলায় গ্রেড বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার উপজেলার সদরের পাঁচরাস্তা মোড়ে অনুষ্ঠিত এই মানববন্ধনে দশম গ্রেড বাস্তবায়নের দাবি জানান শিক্ষকরা।

শরণখোলা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দের ব্যানারে অনুষ্ঠিত কর্মসূচিতে শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সাথে বৈষম্যমূলক আচরণ করছে সরকার।

তারা বলেন, স্নাতক সমমানের যোগ্যতায় পুলিশের সাব ইন্সপেক্টর,  মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা, ডিপ্লোমাধারী নার্স, উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের দশম গ্রেডে বেতন দেওয়া হচ্ছে।

সেখানে একই যোগ্যতা সম্পন্ন প্রাথমিক সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেডে বেতন দেওয়া হচ্ছে। তারা এই বৈষম্য দূর করার দাবি জানিয়েছেন। দ্রুত তাদের এই যৌক্তিক দাবি পারণ না হলে পরবর্তীতে আরও বৃহত্তম কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।

মানববন্ধনে বক্তৃতা করেন শিক্ষক নেতা মো. শাহজামাল জুয়েল মীর, মো. নান্না মিয়া, আবুল বাশার খান, ছদরুল হাসান, মো. রুবেল মিয়া, মেহেদী হাসান সেতু, আয়শা আক্তার, সুলতানা জাহান, মো. মনিরুজ্জামান প্রমুখ।

news24bd.tv/FA