ওয়ারীতে জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার ৩, দেশীয় অস্ত্র উদ্ধার 

রাজধানীর ওয়ারী এলাকায় জোড়া খুনের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় আসামিদের হেফাজত থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আজ শনিবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য দেন ওয়ারী বিভাগের ডিসি ছালেহ উদ্দিন।

এসময় তিনি জানান, ফ্ল্যাট ক্রয় সংক্রান্ত বিরোধের জের ধরে আসামিরা ফ্ল‍্যাট মালিক আপন দুই ভাইকে হত‍্যা করে।

তিনি আরও জানান, ক্লাসিক রিয়েল এস্টেট কোম্পানির সাথে ১০ বছর আগে ফ্ল্যাট কেনার চুক্তি করে ভুক্তভোগী আল আমিন ভূঁইয়া। কোম্পানিকে এ জন্য ১৪ লাখ টাকা পরিশোধও করে আল আমিন। তবে রিয়েল এস্টেট কোম্পানিটি বিল্ডিং তৈরি না করে গায়েব হয়ে যায়।  গত মাসের ১৪ তারিখে সকালে হাটখোলা রোডের সামনে আল আমিন ভূঁইয়া তার আপন ছোট ভাই নূরুল আমিন ভূঁইয়াকে সাথে নিয়ে আসে। ভবন মালিক আসামি আকবর হোসেনসহ আরো ২ জন সিফাত ও রিয়ান ভিকটিম আল আমিন ও নূরুল আমিনকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর জখম করে। পরে ঢাকা মেডিকেল হাসপাতালে মারা যান দুই ভাই।

news24bd.tv/TR