হামাসের অস্ত্র নির্মাতাকে হত্যার দাবি ইসরায়েলের 

সশস্ত্র গোষ্ঠী হামাসের অস্ত্র নির্মাতাকে হত্যার দাবি জানিয়েছে ইসরায়েল। শনিবার (২৪ আগস্ট) একটি প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা।  

গাজায় বিমান হামলা এবং ক্লোজ কোয়ার্টার যুদ্ধ পরিচালনা করেছে ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, গত দিনে গাজায় বিমান হামলা এবং ক্লোজ কোয়ার্টার যুদ্ধের মাধ্যমে কয়েক ডজন যোদ্ধাকে "নিপাত" করেছে তারা। দাবি করা সেই অস্ত্র নির্মাতার নামও প্রকাশ করেছে ইসরায়েল। তাহা আবু নাদা নামের ওয়ি ব্যক্তি  হামাসের জন্য অস্ত্র তৈরিতে সহায়তা করেছিলেন বলে জানিয়েছে ইসরায়েল।  

এছাড়াও, সামরিক বাহিনী বলেছে যে তারা মর্টার এবং বিস্ফোরক সহ অসংখ্য সামরিক স্থান এবং অস্ত্রের গুদামগুলি ধ্বংস করেছে। ইসরায়েলের সর্বশেষ হামলায় শনিবার ভোর থেকে গাজায় খান ইউনিসে নারী ও শিশুসহ ৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। সূত্র: আল জাজিরা  

news24bd.tv/এসএম