আন্দোলনে নিহত ২৬৬ জনের তালিকা প্রকাশ বিএনপির, একাধিকবার এসেছে ৩৭ নাম

কোটা সংস্কার আন্দোলনে নিহত ২৬৬ জনের নামের তালিকা প্রকাশ করেছে বিএনপি। এই তালিকায় একাধিকবার এসেছে ৩৭ জনের নাম। ৩২ জনের নাম এসেছে দুইবার করে। ৫ জনের নাম এসেছে তিন বার করে। এছাড়া অজ্ঞাতনামার যে ৬৫ নিহতের কথা বলা হয়েছে, সেখানেও তথ্যের রিপিটেশন হয়েছে।  

বিএনপির প্রকাশ করা ওই নামের তালিকায় দেখা গেছে, তালিকার ১৯ নম্বরে হাসান মেহেদীর নাম উল্লেখ রয়েছে। রাজধানীর যাত্রাবাড়ীতে সহিংসতার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি নিহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। তালিকার ৬২ নম্বরে মেহেদী হাসান নামে আরেকজনের নাম উল্লেখ করা হয়েছে।  

তালিকার ৩২ ও ৪২ নম্বরে নিহত রৌদ্র সেনের নাম রয়েছে। তালিকার ৩৪ ও ১২০ নম্বরে শাকিল হোসেনের নাম পাওয়া গেছে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন বলে উল্লেখ করা হয়েছে। এভাবে ৩৭ জনের নামের ক্ষেত্রে তালিকায় রিপিটেশন পাওয়া গেছে। যেসব নাম একাধিকবার এসেছে সেগুলো বোল্ড করে দেখানো হলো।   

তালিকা  

১. আবু সাঈদ (২২), ছাত্র, গুলিতে নিহত, বিআরইউর সামনে, ১৬ জুলাই।   ২. আসিফ (২৩), ছাত্র, গুলিতে নিহত, উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতাল, উত্তরা, ১৮ জুলাই।   ৩. মো. ফারুক (৩২) ফার্নিচার দোকানের কর্মচারী, গুলিতে নিহত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, মুরাদপুর, চট্টগ্রাম, ১৬ জুলাই।   ৪. মো. ওয়াসিম (২২) চট্টগ্রাম কলেজের ছাত্র আহত হয়ে মৃত্যু চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, মুরাদপুর, চট্টগ্রাম, ১৬ জুলাই।   ৫. ফয়সল আহমেদ (২০), ছাত্র, গুলিতে নিহত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, মুরাদপুর, চট্টগ্রাম, ১৬ জুলাই।   ৬. মো. শাহজাহান (২৫) কাপড়ের দোকানের কর্মচারী, মাথায় আঘাতে মৃত্যু ব্রাদার নূরুন নবী, সায়েন্স ল্যাবরেটরি, ঢাকা, ১৬ জুলাই।   ৭. সবুজ আলী (২৫), ছাত্র, ঢাকা কলেজ, মাথায় আঘাতে মৃত্যু, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকা কলেজের উল্টোদিকে, ১৬ জুলাই।   ৮. সাকিল, গুলিতে নিহত, উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতাল, উত্তরা, ১৮ জুলাই।   ৯. অজ্ঞাত, গুলিতে নিহত, উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতাল, উত্তরা, ১৮ জুলাই।   ১০. অজ্ঞাত, গুলিতে নিহত উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতাল, উত্তরা, ১৮ জুলাই। ১১. অজ্ঞাত, গুলিতে নিহত, উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতাল, উত্তরা, ১৮ জুলাই।   ১২. অজ্ঞাত, গুলিতে নিহত, উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতাল, উত্তরা, ১৮ জুলাই।   ১৩. অজ্ঞাত, ছাত্র, গুলিতে নিহত বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতাল, উত্তরা, ১৮ জুলাই।   ১৪. অজ্ঞাত, ছাত্র, গুলিতে নিহত বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতাল, উত্তরা, ১৮ জুলাই।   ১৫. অজ্ঞাত, গুলিতে নিহত বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতাল, উত্তরা, ১৮ জুলাই।   ১৬. অজ্ঞাত, গুলিতে নিহত বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতাল, উত্তরা, ১৮ জুলাই।   ১৭. মীর মুগ্ধ, গুলিতে নিহত, রেড ক্রিসেন্ট হাসপাতাল, উত্তরা, ১৮ জুলাই।   ১৮. ফারহান ফয়েজ রাতুল (১৭), ছাত্র, গুলিতে নিহত সিটি হাসপাতাল, উত্তরা, ১৮ জুলাই।   ১৯. হাসান মেহেদী, সাংবাদিক, ঢাকা টাইমস, গুলিতে নিহত, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, কাজলা, যাত্রাবাড়ী, ১৮ জুলাই। (৬২ নম্বরেও এই নাম আছে)  ২০. ওয়াসিম শেখ (৩০) মাথায় আঘাতে মৃত্যু, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, যাত্রাবাড়ী, ফিশ স্টোর, ১৮ জুলাই।   ২১. নাজমুল কাজী (২০/২২) আহত হয়ে মৃত্যু ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, যাত্রাবাড়ী. ১৮ জুলাই।   ২২. মোহাম্মদ (২০), ছাত্র, গুলিতে নিহত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, আজিমপুর, ১৮ জুলাই। ২৩. অজ্ঞাত (৩০), রিকশাচালক, গুলিতে নিহত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, যাত্রাবাড়ী. ১৮ জুলাই।   ২৪. অজ্ঞাত, ফারাজী হাসপাতাল, রামপুরা, ১৮ জুলাই।   ২৫. অজ্ঞাত, ফারাজী হাসপাতাল, রামপুরা, ১৮ জুলাই।   ২৬. অজ্ঞাত (১৮), ছাত্র, গুলিতে নিহত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, বহদ্দারহাট, ১৮ জুলাই।   ২৭. অজ্ঞাত (২২), ছাত্র, গুলিতে নিহত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, বহদ্দারহাট, ১৮ জুলাই।   ২৮. আসহাবুল ইয়ামিন (২০), ছাত্র, এমআইএসটি, মিরপুর, গুলিতে নিহত এনাম মেডিক্যাল কলেজ, সাভার, ১৮ জুলাই।   ২৯. তাহমিদ তামিম (১৫) স্কুলছাত্র, নরসিংদী গুলিতে নিহত, ১০০ বেড হাসপাতাল, নরসিংদী, ১৮ জুলাই।   ৩০. ইমন মিয়া (২২), ছাত্র, সরকারি সাটিরপাড়া স্কুল, গুলিতে নিহত, নরসিংদী সদর হাসপাতাল, নরসিংদী, ১৮ জুলাই।   ৩১. দীপতো দে (২১). ছাত্র, মাদারীপুর কলেজ, লেকসাড়, মাদারীপুর, ১৮ জুলাই।   ৩২. রৌদ্র সেন (২২), ছাত্র, এসইউএসটি, পুলিশ লোক এরিয়া, সুরমা গেট পয়েন্ট, ১৮ জুলাই। (৪২ নম্বরেও এই নাম আছে)  ৩৩. মানিক মিয়া (৪০) রিকশাচালক, গুলিতে নিহত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ স্টেশনের পেছনে, ১৮ জুলাই। ৩৪. সাকিল হোসেন (২২), ছাত্র, গুলিতে নিহত, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ১৮ জুলাই। ( ১২০, ২০৪ নম্বরে এই নাম আছে )  ৩৫. ইমরান (২৪), ছাত্র, গুলিতে নিহত, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, যাত্রাবাড়ী, ১৮ জুলাই।   ৩৬. আবদুল্লাহ (১৫), ছাত্র, গুলিতে নিহত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, যাত্রাবাড়ী, ১৮ জুলাই।   ৩৭. সাইমুন সিয়াম (২৫), ছাত্র, গুলিতে নিহত, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, যাত্রাবাড়ী. ১৮ জুলাই।   ৩৮. ইসমাইল (৩৫), গুলিতে নিহত, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকা, ১৮ জুলাই। (৬৬ নম্বরে এই নাম আছে )  ৩৯. খালিদ সাইফুল্লাহ (১৮), ছাত্র, গুলিতে নিহত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, আজিমপুর স্টাফ কোয়ার্টার, ঢাকা, ১৮ জুলাই।   ৪০. দুলাল মাতব্বর, মাইক্রোবাস ড্রাইভার, গুলিতে নিহত, মেরুল বাড্ডা, ১৮ জুলাই।   ৪১. জিল্লুর রহমান (১৭), ছাত্র, ইমপিরিয়াল কলেজ, গুলিতে নিহত ব্র্যাক ইউনিভার্সিটি এরিয়া, ১৮ জুলাই।   ৪২. রৌদ্র সেন (২০/২২), ছাত্র, লেকপাড়, আথালিয়া, ১৮ জুলাই। ( ৩২ নম্বরে এই নাম আছে ) ৪৩. হোসেন, গুলিতে নিহত, বাঁশতলা, বাড্ডা, ১৮ জুলাই।   ৪৪. মো. সাকিল হোসেন, সাংবাদিক, দৈনিক ভোরের আওয়াজ, গাছা খালা, গাজীপুর, ১৮ জুলাই।   ৪৫. রাকিব হোসেন (২২), গুলিতে নিহত, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, আফতাবনগর, ১৯ জুলাই।   ৪৬. গনি শেখ (৪৫), শ্রমিক, গুলিতে নিহত, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, শাহজাদপুর, ১৯ জুলাই।   ৪৭. অজ্ঞাত, গুলিতে নিহত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, কাজলা।   ৪৮. সোহাগ (১৯), গুলিতে নিহত, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল শাহজাদপুর ১৯ জুলাই।   ৪৯. আরিফ (১৮).দোকানের কর্মচারী, গুলিতে নিহত, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, যাত্রাবাড়ী, কাজলা, ১৯ জুলাই।   ৫০. সান্ত (২০), দোকানের কর্মচারী, গুলিতে নিহত, যাত্রাবাড়ী, কাজলা, ১৯ জুলাই। (২৪৭ নম্বরে এই নাম আছে)  ৫১. রাব্বী (২৭), গুলিতে নিহত আবু তালেব স্কুল, ১৯ জুলাই।   ৫২. অদুদ (৪০), গুলিতে নিহত, চায়না বিল্ডিং, নিউমার্কেট, ১৯ জুলাই। (৬০)  ৫৩. পাভেল (২৫). দোকানের কর্মচারী, শাহবাগ, গুলিতে নিহত, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, পল্টন, ১৯ জুলাই।   ৫৪. মোবারক (৩২), দোকানের কর্মচারী, গুলিতে নিহত, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল,কদমতলী, ১৯ জুলাই। *** ৫৫. আকরাম খান রাব্বী (২৪), ছাত্র, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ১৯ জুলাই।   ৫৬. জিহাদ (২২), ছাত্র, গুলিতে নিহত, শনিরআখড়া, ১৯ জুলাই।   ৫৭. দুলাল মোহাম্মদ দোলন (৪০), ব্যাংকার, গুলিতে নিহত, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, আজিমপুর, ১৯ জুলাই।   ৫৮. অজ্ঞাত (১৮), গুলিতে নিহত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, বাটারা, ১৯ জুলাই।   ৫৯. ওমর ফারুক (২৩), ছাত্র, গুলিতে নিহত, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, লক্ষ্মীবাজার, ঢাকা, ১৯ জুলাই।   ৬০. আবদুল ওয়াদুদ, গুলিতে নিহত, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ১৯ জুলাই। ( ৫২ নম্বরে এই নাম আছে)  ৬১. মারুফ হোসাইন (২৫), গুলিতে নিহত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ১৯ জুলাই।   ৬২. মেহেদী হাসান (২০), ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ১৯ জুলাই। (১৯  নম্বরে এই নাম রয়েছে)  ৬৩. সাইফুল ইসলাম, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ১১ জুলাই।   ৬৪. অজ্ঞাত (২৫), ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ১৯ জুলাই।   ৬৫. রবিউল ইসলাম (৩০), ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ১৯ জুলাই।   ৬৬. ইসমাইল, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ১৯ জুলাই। (৩৮ নম্বরে এই নাম রয়েছে) ৬৭. কামাল মিয়া / জালাল মিয়া (৪৫) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ১৯ জুলাই।   ৬৮. নবীন তালুকদার, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ১৯ জুলাই।   ৬৯. ইমন (২৫), গুলিতে নিহত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ১৯ জুলাই।   ৭০. সোহেল (৩৫), ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ১৯ জুলাই। (১৬১ নম্বরে এই নাম রয়েছে)  ৭১. অজ্ঞাত (২২) . ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ১৯ জুলাই।   ৭২. শাওন (২৪/২৫), ছাত্র, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, চায়না বিল্ডিং, নিউমার্কেট, ১৯ জুলাই। ( ১৫৭ নম্বরে এই নাম রয়েছে) ৭৩. পারভেজ (২৩), ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ১৯ জুলাই। (১১৬ নম্বরে এই নাম রয়েছে)  ৭৪. মামুন সরদার (৩৪/২৭) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ১১ জুলাই।   ৭৫. শোভন (২৫), চায়না বিল্ডিং, নিউমার্কেট, ১৯ জুলাই।   ৭৬. রেদোয়ান (২২), ছাত্র, বঙ্গবন্ধু, গুলিতে নিহত, কামারপাড়া, ১৯ জুলাই।   ৭৭. শরীফ (২৩), ছাত্র, বঙ্গবন্ধু, গুলিতে নিহত, কামারপাড়া, ১৯ জুলাই। ( ৮২ নম্বরে এই নাম রয়েছে)  ৭৮. রাইদ (২২), ছাত্র, বঙ্গবন্ধু, গুলিতে নিহত, কামারপাড়া, ১৯ জুলাই।   ৭৯. রানা (১৫), গুলিতে নিহত ১৯ জুলাই। ৮০. সোহাগ মোল্লা.পিএ, মেয়র, উত্তরা, ১৯ জুলাই।   ৮১. মুনসুর (৪০), গুলিতে নিহত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ১৯ জুলাই। ৮২. শরীফ, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ১ জুলাই। ( ৭৭ নম্বরে এই নাম রয়েছে)  ৮৩. রাসেল, ছাত্র, ফরাজী মেডিক্যাল কলেজ হাসপাতাল, ১১ জুলাই।   ৮৪. অজ্ঞাত, ফরাজী মেডিক্যাল কলেজ হাসপাতাল, ১৯ জুলাই।   ৮৫. অজ্ঞাত, ফরাজী মেডিক্যাল কলেজ হাসপাতাল, ১১ জুলাই।   ৮৬. অজ্ঞাত, বি লাইফ এইচ, ১৯ জুলাই।   ৮৭. অজ্ঞাত, এসএসএমসিএইচ, ১৯ জুলাই।   ৮৮. অজ্ঞাত, এসএসএমসিএইচ, ১৯ জুলাই।   ৮৯. অজ্ঞাত, এসএসএমসিএইচ, ১৯ জুলাই।   ৯০. অজ্ঞাত, এসএসএমসিএইচ, ১৯ জুলাই।   ৯১. অজ্ঞাত, এমএসএমসিএইচ, ১৯ জুলাই।   ৯২. অজ্ঞাত, এসএসএমসিএইচ, ১৯ জুলাই।   ৯৩. অজ্ঞাত, এসএমএমসিএইচ ১৯ জুলাই।   ৯৪. অজ্ঞাত, এসএসএমসিএইচ, ১৯ জুলাই।   ৯৫. অজ্ঞাত, এসএসএমসিএইচ, ১৯ জুলাই।   ৯৬. অজ্ঞাত, এসএসএমসিএইচ, ১৯ জুলাই।   ৯৭. অজ্ঞাত, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ১৯ জুলাই। ৯৮. অজ্ঞাত, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ১৯ জুলাই।   ৯৯. অজ্ঞাত, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল ১৯ জুলাই।   ১০০. অজ্ঞাত, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ১৯ জুলাই।   ১০১. অজ্ঞাত, উত্তরা, ১৯ জুলাই।   ১০২. সফল হোসেন (২৮), রংপুর, ১৯ জুলাই।   ১০৩. মেরাজ (৪০) রংপুর মেডিক্যাল কলেজ, ১৯ জুলাই।   ১০৪. অজ্ঞাত, রংপুর মেডিক্যাল কলেজ ১৯ জুলাই।   ১০৫. মোজাম্মেল (৩২) রংপুর মেডিক্যাল কলেজ, ১৯ জুলাই।   ১০৬. মোখলেসুর রহমান মিলন (২৫), রংপুর ১৯ জুলাই।   ১০৭. মউন (২৫), রংপুর, ১৯ জুলাই।   ১০৮. আবদুর রশীদ (৭০), হোল্ড / রেইড, ফজলুল হক রোড, সিরাজগঞ্জ, ১৯ জুলাই।   ১০৯. সিয়াম (১৬), গুলিতে নিহত, আমতলা মোড়, বগুড়া, ১৯ জুলাই। ( ১২৯, ১৯১ নম্বরেও এই নাম রয়েছে )

১১০. এহসানুল হক (২২), ১৯ জুলাই।   ১১১. এটিএম তোরাব (৩০), সাংবাদিক, সিলেট, ১৯ জুলাই।   ১১২. অজ্ঞাত, নরসিংদী, ১৯ জুলাই।   ১১৩. সাগর, (১৬), ময়মনসিংহ, ১৯ জুলাই।   ১১৪. আল আমিন (২৪), ডারাজ কর্মচারী (ছাত্র) এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, সাত্তার, ১৯ জুলাই। ১১৫. শাহজালাল (২৬), ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ১৯ জুলাই।   ১১৬. পারভেজ (২৩), ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ১৯ জুলাই। (৭৩ নম্বরে এই নাম রয়েছে)  ১১৭. জুয়েল (২৫), আনসার, গুলিতে নিহত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, দৈনিক বাংলার মোড়, ১৯ জুলাই।   ১১৮, ইফতি (১৬/১৪), গুলিতে নিহত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, অনাবিল হাসপাতালের সামনে, কাজলা, ১৯ জুলাই।   ১১৯. অজ্ঞাত (৪১) গুলিতে নিহত, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ১৯ জুলাই। ১২০. শাকিল (২২), ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ১৯ জুলাই। (৩৪, ২০৪ নম্বরে এই নাম রয়েছে) ১২১. অজ্ঞাত (৩০), ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ১৯ জুলাই।   ১২২. রাজিব (৩০), ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ১৯ জুলাই। (১৮৬ নম্বরে এই নাম রয়েছে)  ১২৩. আল আমিন (১৮), ছাত্র, গুলিতে নিহত, উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতাল, কামারপাড়া, উত্তরা, ১৯ জুলাই।   ১২৪. নাঈমা সুলতানা (১৫), ছাত্র, গুলিতে নিহত উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতাল, হোম, ১৯ জুলাই।   ১২৫. নুরুল ইসলাম, উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতাল, ১৯ জুলাই। ১২৬. জামাল মোল্লা, উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতাল, ১৯ জুলাই। ১২৭. অজ্ঞাত, উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতাল, ১৯ জুলাই। ১২৮. অজ্ঞাত, ক্রিসেন্ট হসপিটাল, ১৯ জুলাই।   ১২৯. মো: সিয়াম (১৮), গুলিতে নিহত, ১৯ জুলাই।   (১০৯ ও ১৯১ নম্বরে এই নাম রয়েছে) ১৩০. হৃদয় মীর (১৮), গুলিতে নিহত, ১৯ জুলাই। (১৮৯ নম্বরে এই নাম রয়েছে) ১৩১. সুজন মিয়া (১৭), গুলিতে নিহত, ১৯ জুলাই। (১৯০ নম্বরে এই নাম রয়েছে)  ১৩২. আমজাদ হোসেন (২২), গুলিতে নিহত, ১৯ জুলাই। (১৩২ নম্বরে এই নাম রয়েছে) ১৩৩. অজ্ঞাত, ১৯ জুলাই।   ১৩৪. আসিফ ইকবাল (২৯), এক্স ছাত্র, মাগুরা, ঢাকা, ১৯ জুলাই।   ১৩৫. মোত্তাকিন বিল্লাহ (২৫), মাগুরা, ঢাকা, ১৯ জুলাই।   ১৩৬. রাজু মাগুরা, ১৯ জুলাই।   ১৩৭. আতিকুল ইসলাম (৩২) গুলিতে নিহত, পটুয়াখালী, মিরপুর-১০.১৯ জুলাই। ১৩৮. অজ্ঞাত (২০), মিটফোর্ড হসপিটাল, লক্ষ্মীবাজার, ঢাকা, ১৯ জুলাই।   ১৩৯. অজ্ঞাত (৪০), মিটফোর্ড হসপিটাল, ঢাকা, ১৯ জুলাই।   ১৪০. রোহান (২০), ছাত্র, এইচএসসি পরীক্ষার্থী, মিটফোর্ড হসপিটাল, ঢাকা, যাত্রাবাড়ী, ১৯ জুলাই।   ১৪১. রাসেল, মিটফোর্ড হসপিটাল, ঢাকা, যাত্রাবাড়ী, ১৯ জুলাই।   ১৪২. বাঁধন (১৯), ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকা, ১৯ জুলাই। ১৪৩. মো: জুবায়ের (৪০), কুয়েত বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল, ১৯ জুলাই।   ১৪৪. মো: রোমান (২৫), স্টাফ হসপিটাল, ল্যাবএইড, ১৯ জুলাই।   ১৪৫, আসিকুল ইসলাম ইলিয়াস আসিক (১৫) মাদরাসা ছাত্র, গুলিতে নিহত, বনশ্রী হসপিটাল, বনশ্রী, ঢাকা, ১৯ জুলাই।   ১৪৬. রোমান বেপারী (৩২), ট্রাক ড্রাইভার, গুলিতে নিহত, মাদারীপুর, চরমোগোরিয়া, সার্বিক পেট্রোল পাম্প, নতুন বাস স্টেশন, ১৯ জুলাই।   ১৪৭. তৌহিদ সান্নামাত (২০) মাদরাসা ছাত্র, গুলিতে নিহত, মাদারীপুর, চরমোগোরিয়া, সার্বিক পেট্রোল পাম্প, নতুন বাস স্টেশন, ১৯ জুলাই।   ১৪৮. মো. ইমরান খলিফা (৩৩) বেসরকারি স্কুল শিক্ষক, গুলিতে নিহত, খিলবাড়ী টেক, শাহজাদপুর, ঢাকা, ১৯ জুলাই।   ১৪১. আলমগীর শেখ (৩৫), ড্রাইন্ডার, গুলিতে নিহত, বিটিভি সেন্টার, বিটিভি, ১৯ জুলাই।   ১৫০. মনির (১৮). সেইন্টার, গুলিতে নিহত, বাঁশতলা, বাড্ডা, ১৯ জুলাই।   ১৫১. হাসনাইন ( ২৫) ডিশলাইন কর্মচারী, গুলিতে নিহত মোহাম্মদপুর, ১৯ জুলাই। ১৫২. সাফকাত সামির (১১) মাদরাসা ছাত্র, গুলিতে নিহত, কাফরুল, মিরপুর, ১৯ জুলাই।   ১৫৩. এএসআই মোকতাদির (৪৮) ট্যুরিস্ট পুলিশ, গণপিটুলি, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, শনিরআখড়া, রায়েরবাস, যাত্রাবাড়ী, ২০ জুলাই।   ১৫৪. নাযেক গিয়াসউদ্দিন (৫৮). ডিএমপি পুলিশ, গণপিটুনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ফুটওভারব্রিজের নিচে, রায়েরবাস, ২০ জুলাই।   ১৫৫. ইমাম হোসেন ভাজিম (১৯), ছাত্র, গুলিতে নিহত, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, শনিরআখড়া এবং যাত্রাবাড়ী এরিয়া, ২০ জুলাই।

১৫৬. জিসান (৩৩), সানি বিক্রেতা, গুলিতে নিহত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল,শনিরআখড়া এবং যাত্রাবাড়ী এরিয়া, ২০ জুলাই।   ১৫৭. ইউনূস আলী শাওন (২৫), গুলিতে নিহত, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, শনিরআখড়া এবং যাত্রাবাড়ী এরিয়া, ২০ জুলাই। (৭২ নম্বরে এই নাম রয়েছে)    ১৫৮. ইউসুফ মিয়া ইলিয়াস সালোয়ার হোসেন (৩৫/৪০) চাল ব্যবসায়ী, গুলিতে নিহত, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, শনিরআখড়া এবং যাত্রাবাড়ী এরিয়া, ২০ জুলাই।   ১৫৯. হাবিব সরদার ( ৩০/৪০), সিএনজি ড্রাইভার, গুলিতে নিহত, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, শনিরআখড়া এবং যাত্রাবাড়ী এরিয়া, ২০ জুলাই।   ১৬০. কামরুল মিয়া (২৭), গুলিতে নিহত, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, মিরপুর, ২০ জুলাই। (১৯৮ নম্বরে এই নাম রয়েছে)  ১৬১. সোহেল (৩৫/২৩), মোবাইল দোকান কর্মচারী, গুলিতে নিহত, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, কদমতলী, ২০ জুলাই। (৭০ নম্বরে এই নাম রয়েছে) ১৬২. আরিফ (৩৫) গুলিতে নিহত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, সাইনবোর্ড, নারায়ণগঞ্জ, শনিরআখড়া, ২০ জুলাই।   ১৬৩. অজ্ঞাত শিশু (১০) গুলিতে নিহত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, সাইনবোর্ড, নারায়ণগঞ্জ, ২০ জুলাই। ১৬৪. আবদুল হান্নান, (৩৫), গুলিতে নিহত, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, বাটারা, ঢাকা, ২০ জুলাই (২৪৩ নম্বরে এই নাম রয়েছে) ১৬৫. শুভ (১৬), গুলিতে নিহত, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, বাটারা, ধানমন্ডি, ঢাকা, ২০ জুলাই।   ১৬৬. আবদুল্লাহ আল আবির (২৩) গুলিতে নিহত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, বাটারা, ঢাকা, ২০ জুলাই।   ১৬৭. অজ্ঞাত, গুলিতে নিহত এম সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, ২০ জুলাই।   ১৬৮. রাকিব (১৯), ছাত্র, গুলিতে নিহত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ, কলতাপাড়া, গৌরীপুর উপজেলা, ২০ জুলাই।   ১৬৯. জুবায়ের (২১). ছাত্র, গুলিতে নিহত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ, কলতাপাড়া, গৌরীপুর উপজেলা, ২০ জুলাই।   ১৭০. মো: বিপ্লব (১৮), ছাত্র, গুলিতে নিহত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ, কলতাপাড়া, গৌরীপুর উপজেলা, ২০ জুলাই।   ১৭১. সাইফুল ইসলাম (৪২), কৃষক, গুলিতে নিহত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ, আমাকান্দা ব্রিজ ফুলপুর ময়মনসিংহ, ২০ জুলাই।   ১৭২. কোরবান আলী (৬০), পোলট্রি ব্যবসায়ী, গুলিতে নিহত এনাম মেডিক্যাল কলেজ, সাভার, ঢাকা, ২০ জুলাই।   ১৭৩. মেহেদী হাসান (২৪) রাজমিস্ত্রি, গুলিতে নিহত এনাম মেডিক্যাল কলেজ, বাজার রোড, সাভার, ঢাকা, ২০ জুলাই।   ১৭৪. শাদ মাহমুদ খান (১৪) মাদরাসা ছাত্র, গুলিতে নিহত এনাম মেডিক্যাল কলেজ, সাভার, ঢাকা, ২০ জুলাই। ১৭৫. রনি (২৭), রিকশাচালক, গুলিতে নিহত এনাম মেডিক্যাল কলেজ, সাভার বাসস্ট্যান্ড, ঢাকা, ২০ জুলাই।   ১৭৬. মো: রায়হান (১৮), গার্মেন্ট শ্রমিক, গুলিতে নিহত এম তাজউদ্দিন এএমসিএইচ, বোর্ডবাজার এরিয়া, চান্দনা চৌরাপ্পা, ২০ জুলাই।   ১৭৭. নুরুল আমিন (২১) ডেলি লেবার গুলিতে নিহত এম তাজউদ্দিন এএমসিএইচ, টেলিপাড়া এরিয়া জয়দেবপুর, বোর্ডবাজার, ২০ জুলাই।   ১৭৮. টিপু সুলতান/ মো: টিপু/জহিরুল ইসলাম (২৭/৪৮) গণপিটুনি, শিবপুর হসপিটাল,কলেজ গেট, শিবপুর, নরসিংদী ২০ জুলাই।   ১৭৯. মোবারক আলী (১৩), গুলিতে নিহত, গ্রিনলাইফ হসপিটাল, পান্থপথ, ঢাকা, ২০ জুলাই।   ১৮০. হাসান মিয়া (৪৫), ডেইলি লেবার গুলিতে নিহত, মেহেরপাড়া, নরসিংদী, ২০ জুলাই।   ১৮১. মো: মেহেদী (২০), ছাত্র, গুলিতে নিহত, লেয়ার প্রীতম টাওয়ার, শিমরাইল, সিদ্ধিরগঞ্জ, ২০ জুলাই।   ১৮২. মো. হৃদয় (২৮) গুলিতে নিহত, সুগন্ধা প্রাইভেট হসপিটাল, লেয়ার প্রীতম টাওয়ার, শিমরাইল, সিদ্ধিরগঞ্জ, ২০ জুলাই।   ১৮৩. মো: শাহীন/মানিক (২৩) হোটেল ম্যানেজার, গুলিতে নিহত, সুগন্ধা প্রাইভেট হসপিটাল নেয়ার প্রীতম টাওয়ার, শিমরাইল, সিদ্ধিরগঞ্জ, ২০ জুলাই।   ১৮৪. মো: সজল (২২), গুলিতে নিহত, সুগন্ধা প্রাইভেট হসপিটাল, নেয়ার প্রীতম টাওয়ার, শিমরাইল, সিদ্ধিরগঞ্জ, ২০ জুলাই।   ১৮৫. মিনারুল ইসলাম (২৫), গার্মেন্টশ্রমিক, গুলিতে নিহত ৩০০ সিট হসপিটাল, নারায়ণগঞ্জ, নেয়ার প্রীতম টাওয়ার, শিমরাইল, সিদ্ধিরগঞ্জ, ২০ জুলাই। ১৮৬. রাজিব হোসেন (৩০), গুলিতে নিহত, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল কদমতলী, ২০ জুলাই। (১২২ নম্বরে এই নাম উল্লেখ রয়েছে) ১৮৭. মায়া ইসলাম (৬০), গুলিতে নিহত, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ইল ফ্রন্ট অব হার হাউজ, রামপুরা, ২০ জুলাই  ১৮৮. আমজাদ হোসেন (২২/১৭), ছাত্র, গুলিতে নিহত, ইটাখোলা হাইওয়ে থানা, ২০ জুলাই। (১৩২ নম্বরে এই নাম রয়েছে)  ১৮৯. হৃদয় মীর (১৫) ছাত্র গ্যারেজ মিস্ত্রি, গুলিতে নিহত, ইটাখোলা হাইওযে থানা, ২০ জুলাই।   ১৯০. সুজন মিয়া (১৭), ছাত্র/ ভটভটি / লেগুনা ড্রাইভার, গুলিতে নিহত, ইটাখোলা হাইওয়ে থানা, ২০ জুলাই। (১৩১ নম্বরে এই নাম উল্লেখ রয়েছে)  ১৯১. সিয়াম আহমেদ (১৯) ছাত্র, গুলিতে নিহত, ইটাখোলা হাইওয়ে থানা, ২০ জুলাই। (১০৯ ও ১২৯ নম্বরে এই নাম উল্লেখ রয়েছে)  ১৯২. অজ্ঞাত (মধ্যবয়সী) গুলিতে নিহত ভেলানগর নরসিংদী ২০ জুলাই।   ১৯৩. আশিক মিয়া (১৫), গুলিতে নিহত, মাধবদী, নরসিংদী ২০ জুলাই।   ১৯৪. হুমায়ুন কবীর (২৫), গুলিতে নিহত বোর্ড বাজার এরিয়া, গাজীপুর, ২০ জুলাই। ১৯৫. তনয় দাশ/তন্ময় দাশ (২৮), গুলিতে নিহত বোর্ড বাজার এরিয়া, গাজীপুর, ২০ জুলাই। ১৯৬. অজ্ঞাত, গুলিতে নিহত, কলতাপাড়া, গৌরীপুর উপজেলা ময়মনসিংহ ২০ জুলাই।   ১৯৭. অজ্ঞাত (২৫) গুলিতে নিহত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল/ এএমজেডএইচ, বাড্ডা, ঢাকা, ২০ জুলাই।   ১৯৮. কামরুল মিয়া (২৭), ফার্নিচার কর্মচারী, গুলিতে নিহত, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল/এএমজেডএইচ, বাড্ডা, ঢাকা, ২০ জুলাই। (১৬০ নম্বরে এই নাম উল্লেখ রয়েছে) ১৯৯. জাহাঙ্গীর (৪০), গুলিতে নিহত, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, যাত্রাবাড়ী, ২০ জুলাই।   ২০০. রুবেল মিয়া (২০/৩০) গুলিতে নিহত, সুগন্ধা প্রাইভেট হসপিটাল,লেয়ার প্রীতম টাওয়ার, শিমরাইল সিদ্ধিরার, ২০ জুলাই।   ২০১. অজ্ঞাত (২৭), গুলিতে নিহত আজিমপুর, ঢাকা, ২০ জুলাই।   ২০২. শাহরিয়ার (১৯/২৩) মাদরাসা ছাত্র, গুলিতে নিহত, শনিরআখড়া অ্যান্ড যাত্রাবাড়ী এরিয়া, ২০ জুলাই।   ২০৩. অজ্ঞাত (২০),গুলিতে নিহত যাত্রাবাড়ী, ঢাকা, ২০ জুলাই।   ২০৪. মো: শাকিল (২২), গার্মেন্ট শ্রমিক, গুলিতে নিহত, বসিলা, মোহাম্মদপুর, ২০ জুলাই। (৩৪ ও ১২০ নম্বরে এই নাম উল্লেখ রয়েছে) ২০৫. অজ্ঞাত (৩০), গুলিতে নিহত, বসিলা, মোহাম্মদপুর, ২০ জুলাই।   ২০৬. অজ্ঞাত, গুলিতে নিহত, গুটিয়া ইন্টারন্যাশনাল হসপিটাল, টঙ্গী এরিয়া, গাজীপুর ২০ জুলাই।

২১৯. রাকিব বেপারী (২০), গার্মেন্ট শ্রমিক, গুলিতে নিহত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, নারায়ণগঞ্জ, ফতুল্লা ২১ জুলাই।   ২২০. ফয়েজ (৩০), গুলিতে নিহত, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, সাইনবোর্ড, নারায়ণগঞ্জ, ২১ জুলাই।   ২২১. মো. জাকির/ মো: জাহিদ (৩২), গুলিতে নিহত, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, উত্তরা,ঢাকা, ২১ জুলাই।   ২২২. তৌফিকুল ইসলাম (৩০), ইঞ্জিনিয়ার, পেট্রোবাংলা, গুলিতে নিহত, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, বাড্ডা, ঢাকা, ২১ জুলাই।   ২২৩. সোহাগ (২৪), গুলিতে নিহত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, গোপীবাগ রেল গেইট, ২১ জুলাই।   ২২৪. মো. রাব্বী / আবদুল বারী (১৭), ছাত্র, টেইলার, গুলিতে নিহত, শেখেরচর মাজার বাসস্ট্যান্ড, ২১ জুলাই।   ২২৫ মো. নাহিদ মিয়া (৩০) গুলিতে নিহত, গুলিতে নিহত, শেখেরচর মাজার বাসস্ট্যান্ড, ২১ জুলাই।   ২২৬. আলী হোসেন (৪৫), টেইলার, গুলিতে নিহত, গুলিতে নিহত, শেখেরচর মাজার বাসস্ট্যান্ড, ২১ জুলাই।   ২২৭. অজ্ঞাত (২৫) গুলিতে নিহত নরসিংদী সদর হসপিটাল, শেখেরচর মাজার বাসস্ট্যান্ড, ২১ জুলাই।   ২২৮. হুমায়ুন আহমেদ, গুলিতে নিহত, শহীদ তাজউদ্দীন আহমদ, গাজীপুর, ২১ জুলাই।   ২২৯. প্রণয় দাস, গুলিতে নিহত শহীদ তাজউদ্দীন আহমদ, গাজীপুর, ২১ জুলাই। ২৩০. অজ্ঞাত (২৫) গুলিতে নিহত ৩০০ বেড হসপিটাল নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ, ২১ জুলাই।

২৩১. আবদুল মজিব (২৮), কভার্ড ভ্যান ড্রাইভার, আগুনে দগ্ধ, চৌদ্দগ্রাম, হাজীগঞ্জ থানা, চাঁদপুর, ২১ জুলাই।   ২৩২. নবী নূর (৪১), ফিশ ট্রেডার্স গুলিতে নিহত, এনাম মেডিক্যাল কলেজ সান্ডার, ২১ জুলাই।   ২৩৩. শফিকুল ইসলাম (২৫), ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, দক্ষিণ পরিবাগ, ২১ জুলাই।   ২৩৪. মাসুদ পারভেজ, পুলিশ, রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হসপিটাল, ঢাকা, ২১ জুলাই।   ২৩৫. মিলন মিয়া (৩০), ফিশ ট্রেডার্স, গুলিতে নিহত, সিদ্ধিরায়, নারায়ণগঞ্জ, ২১ জুলাই।   ২৩৬. সুমাইয়া আকতার সুমী (২০) গুলিতে নিহত, গুলিতে নিহত, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, ২১ জুলাই।   ২৩৭. সজীব মিয়া (১৭) গুলিতে নিহত সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, ২১ জুলাই।   ২৩৮. আশিকুর রহমান (১৯), গুলিতে নিহত সাইনবোর্ড, নারায়ণগঞ্জ, ২১ জুলাই। ২৩৯. বাবুল (২৮), গুলিতে নিহত সাইনবোর্ড, নারায়ণগঞ্জ, ২১ জুলাই।   ২৪০. মো. শরীফ, গুলিতে নিহত সানারপার, নারায়ণগঞ্জ, ২১ জুলাই।   ২৪১. আবদুল লতিফ (২৭ ) গুলিতে নিহত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, যাত্রাবাড়ী, ঢাকা, ২১ জুলাই।   ২৪২. ইউসুফ আলী সোহান (১৬) গুলিতে নিহত, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, শনিরআখড়া, ঢাকা, ২১ জুলাই।   ২৪৩. মো. হান্নান (৩০), গুলিতে নিহত, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, বাড্ডা, ঢাকা, ২১ জুলাই। (১৬৪ নম্বরে এই নাম উল্লেখ আছে) ২৪৪. ফারুক (৪৫/২২ ) গুলিতে নিহত এনাম মেডিক্যাল হাসপাতাল সাভার, ২১ জুলাই।   ২৪৫. রাসেল (২০), টেম্পু হেলপার, গুলিতে নিহত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, দনিয়া, ঢাকা, ২২ জুলাই।   ২৪৬. আজিজুল মিয়া (২২), ইমপ্লয়ী, গুলিতে নিহত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ২২ জুলাই।   ২৪৭. সান্ত (২২), গুলিতে নিহত, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, বার্ন ইনস্টিটিউট, ২২ জুলাই। (৫০ নম্বরে এই নাম উল্লেখ আছে)  ২৪৮. সৈয়দ গোলাম মোস্তফা রাজু (৩৬) ইঞ্জিনিয়ার এমআইসটিআরআই, গুলিতে নিহত, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, বার্ন ইনস্টিটিউট, ২২ জুলাই।   ২৪৯. অজ্ঞাত (৩৫), গুলিতে নিহত, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, বার্ন ইনস্টিটিউট, ২২ জুলাই।   ২৫০. মনির হোসেন, গুলিতে নিহত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, ২২ জুলাই।   ২৫১. হৃদয় চন্দ্র তরুয়া, (২২), ছাত্র, সিইউ, গুলিতে নিহত, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ২৩ জুলাই।   ২৫২. অজ্ঞাত, এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, সাভার, ২৩ জুলাই।   ২৫৩. অজ্ঞাত, এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, সান্ডার, ২৩ জুলাই।   ২৫৪. অজ্ঞাত, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, ২৩ জুলাই। ২৫৫. অজ্ঞাত, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, ২৩ জুলাই। ২৫৬. শুভ শীষ (২৪), গার্মেন্ট কর্মী, গুলিতে নিহত এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, সাভার, ২৩ জুলাই। ২৫৭. অজ্ঞাত (২২) মাথায় আঘাত, ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স, উত্তরা, ২৩ জুলাই।   ২৫৮. শাহরিয়ার শুভ (২৮), গুলিতে নিহত, ইনস্টিটিউট অব নিউরো সাযেন্স, মিরপুর-১,২৩ জুলাই।   ২৫৯. নাসির হোসেন, গুলিতে নিহত, মুগদা জেনারেল হাসপাতাল, রায়েরবাস, যাত্রাবাড়ী, ২৩ জুলাই।   ২৬০. রিয়া গোপ (৬), ছাত্র, গুলিতে নিহত, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, বাড়ির ছাদে গুলিবিদ্ধ, ২৪ জুলাই।   ২৬১. শাহজাহান হৃদয় (২১), মাদ্রাসার ছাত্র, গুলিতে নিহত, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, লেভেল ক্রসিং, এসকে টাওয়ার, মহাখালী, ২৪ জুলাই।   ২৬২. সাজেদুর রহমান ওমর (২২), আইটি টেকনিশিয়ান, ডেমরা, গুলিতে নিহত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, সাইনবোর্ড এলাকা, কোনাপাড়া, ডেমরা, ২৪ জুলাই।   ২৬৩. তুহিন আহামদ (২৬) মাসন, গুলিতে নিহত এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, সাভার, ২৪ জুলাই।   ২৬৪. জাকির হোসেন (২১), টেইলর, গুলিতে নিহত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, যাত্রাবাড়ী. ২৫ জুলাই।   ২৬৫. জামান মিয়া (১৭), শ্রমিক, গুলিতে নিহত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ময়মনসিংহ ২৫ জুলাই।   ২৬৬. সোহেল রানা (২০) গুলিতে নিহত বিএসএমএমইউ, রামপুরা ২৫ জুলাই।

news24bd.tv/আইএএম