২৪ বছর পর বড় চমক নিয়ে হাজির হচ্ছেন আফতাব

বলিউডের এক সময়ের জনপ্রিয় আফতাব  শিবদাসানি। ২৪ বছর পর রোম্যান্স আর আতঙ্কের মোড়কে নতুন রূপে আসতে চলেছেন পর্দা কাঁপানো এই অভিনেতা।

জানা গেছে ‘মিউজিক্যাল হরর’ ঘরানার নতুন ‘কসুর’ ছবি নিয়ে হাজির হচ্ছেন আফতাব। তবে শুধু নায়ক ছাড়া দু’টি ছবির মধ্যে মিল আর কিছুই নেই প্রায়। এর আগে ২০০০ সালে তিনি অভিনয় করেছিলেন ‘কসুর’-এ। সেই ছবি মোটামুটি সফল হয়েছিল বক্স অফিসে।  

একই নামে একাধিক ছবি মুক্তি পেয়েছে বলিউডে এমন নজির বিরল নয়। অনেক সময় এমনও হয় যে নাম নিয়ে টানাটানি চলে প্রযোজনা সংস্থার মধ্যে। কিন্তু তাই বলে একই নায়কের ছবি একই নামে মুক্তি পাওয়া কম বড় চমক নয়। সব কিছু ঠিক থাকলে তেমন ঘটনারই সাক্ষী হতে চলেছে বলিউড।

‘কসুর’ ছবির প্রযোজক আসিফ শেখ। ‘সির্ফ এক বন্দা কাফি হ্যায়’-এর সাফল্যের পর তিনি হাত দিতে চাইছেন নতুন কাজে। আসিফ জানিয়েছেন তাঁর পরবর্তী ছবি ‘কসুর’-এর কাজ এগোচ্ছে।

প্রযোজক বলেন, “একেবারে অন্য ধারার ছবি হতে চলেছে, একে বলা যেতে পারে ‘মিউজিক্যাল রোম্যান্স হরর’। গল্প শোনার পরেই আগ্রহ প্রকাশ করেন আফতাব। দর্শক এই ছবিতে তাঁকে একেবারে অন্য রূপে দেখতে পাবেন। ”

news24bd.tv/TR