একবার চার্জ দিলে বাইক চলবে ১৮৭ কিলোমিটার 

একবার চার্জ দিলে ১৮৭ কিলোমিটার চলবে ভারতের বেঙ্গালুরু ভিত্তিক ওবেন রর কোম্পানির ই-বাইক। প্রতিষ্ঠানটি ১ লাখ ১০ হাজার রুপির এই দুরন্ত ব্যাটারি চালিত বাইক হাজির করেছে।

দেখে নেওয়া যাক ওবেন রর ইলেকট্রিক বাইকের স্পেসিফিকেশন ও ফিচার্স

ভারতে লং রেঞ্জ ইলেকট্রিক বাইকগুলোর মধ্যে অন্যতম ওবেন রর। বাইকের সিটের উচ্চতা রয়েছে ৮১০ মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স ২০০ মিলিমিটার। যারা রাতে রাইডিং করেন তাদের জন্য রয়েছে এলইডি লাইটিং (হেডলাইট, টেল লাইট, টার্ন সিগন্যাল ল্যাম্প)। বাইকে মিলবে লো ব্যাটারি ইন্ডিকেটরও। ওবেন রর মডেলের দু চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক। তবে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম পাওয়া যাবে না।

বাইকটিতে রয়েছে ৮ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক, যা ফুল চার্জে ১৮৭ কিলোমিটার রেঞ্জ চলবে। বাইকটি ০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা গতি স্পর্শ করতে সময় নেয় ৩ সেকেন্ড এবং সর্বোচ্চ গতি ১০০ কিমি প্রতি ঘণ্টা।

এতে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি, রোড অ্যাসিস্ট্যান্স, জিও ফেন্সিং, অ্যান্টি থেফট এলার্ম, ডিজিটাল স্পিডোমিটার এবং একাধিক রাইডিং মোড ও ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল। একই সঙ্গে ইলেকট্রিক বাইকটিতে মিলবে ড্রাইভার অ্যালার্ট সিস্টেম।

news24bd.tv/কেআই