চাঁপাইনবাবগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে চাঁপাইনবাবগঞ্জের ইসলামপুরে টিংকু (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের জয়নাল বিশ্বাসের টোলা গ্রামে।

নিহত টিংকু হচ্ছে জয়নাল বিশ্বাসের টোলা গ্রামের আকবর আলী মিন্টুর ছেলে।

সদর মডেল থানার ওসি মেহেদী হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক জমিজমা নিয়ে বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আড়াইশ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান ওসি।

news24bd.tv/তৌহিদ