ক্যাপিটাল গেইনের ওপর প্রস্তাবিত করারোপ বাতিলের দাবি ডিবিএর

সরকারি কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে অর্থ মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট পরিকল্পনা জানতে চায় ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন (ডিবিএ)।

আজ মঙ্গলবার (১১ জুন) বাজেট পরবর্তী এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির প্রেসিডেন্ট সাইফুল ইসলাম।

তিনি বলেন, সরকারি কোম্পানি তালিকভুক্ত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রত্যাশা করলেও বাজেটে তার প্রতিফলন নেই।

পুঁজিবাজারের বর্তমান মন্দা পরিস্থিতির জন্য ভালো কোম্পানি না থাকাকে দায়ী করেন তিনি। এছাড়া ক্যাপিটাল গেইনের ওপর প্রস্তাবিত করারোপ বাতিলের দাবি জানান তিনি।

তিনি বলেন, এসব কারণে পুঁজিবাজার বিমুখ হবে বিনিয়োগকারীরা। পাশাপাশি বাজার মধ্যস্থতাকারীদের নিয়ে নীতি প্রণয়নের আহ্বানও জানান ডিবিএ প্রেসিডেন্ট।

news24bd.tv/SHS