সরকারি অফিসের সময়সূচি ১ ঘণ্টা বাড়লো

সরকারি অফিসের সময়সূচি ৯টা-৪টা এর পরিবর্তে ৯টা থেকে ৫টা পর্যন্ত করা হয়েছে। এর আগে ২০২২ সালে সরকার অফিস সময়সূচি এক ঘণ্টা কমিয়ে ৯টা থেকে ৪টা পর্যন্ত করে।

সোমবার (৩ জুন) দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে এসব জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। তিনি জানান, ২০২২ সালে সরকার বিদ্যুৎ সাশ্রয়ের জন্য অফিসের সময়সূচি ৯টা থেকে ৪টা পর্যন্ত করে। ঈদুল আজহার ছুটির পর থেকে এই সময়সূচি কার্যকর হবে।

সচিব জানান, শাহবাগ থানাকে স্থানান্তর করে সাকুরার পেছনে নেয়া হচ্ছে। এছাড়া জাতীয় জীব নিরাপত্তা নীতি ২০২৪ এর খসড়ায় অনুমোদন দেয়া হয়েছে। এর ফলে নতুন কোনো প্রোডাক্ট বাজারে আনতে হলে এই নীতিমালার আওতায় পরিবেশ মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে।

news24bd.tv/FA