উপজেলা নির্বাচন বর্জন বিএনপির : স্থায়ী কমিটির সিদ্ধান্ত

উপজেলা নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির এক সিদ্ধান্তের পর এক বিবৃতিতে বিষয়টি স্পষ্ট করেছে দলটি।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ এপ্রিল রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ৮ মে থেকে শুরু হওয়া আসন্ন চার ধাপের উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভা শেষে বিএনপি আগামী ৮ মে থেকে শুরু হওয়া সকল ধাপের উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এতে আওয়ামী লীগের ক্ষমতায় থাকাকালীন নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় জানিয়ে অবৈধ সরকারের অপরাজনীতি ও নির্বাচনী প্রহসনের অংশীদার না হওয়ার বিষয়ে সবাইকে দৃঢ় প্রতিজ্ঞ থাকার আহ্বান জানিয়েছে দলটি।

news24bd.tv/FA