বিএনপি ৩০০ আসনে মনোনয়ন দিল কতজনকে!

নিজেদের মতো করেই দ্বিতীয় দিন মঙ্গলবারও প্রার্থীদের প্রাথমিক মনোনয়নেরপত্রের চিঠি দিয়েছে বিএনপি। সবমিলে ৩০০ আসনে ৮০০ জ নের বেশি প্রার্থী দিয়েছে দলটি।

বেশির ভাগ আসনেই প্রার্থী রাখা হয়েছে দুই জন করে। আবার কোনও কোনও আসনের জন্য দুইজনেরও বেশি প্রার্থী দেয়া হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা আমাদের দল থেকে এখন পর্যন্ত মনোনয়ন দিয়েছি প্রায় ৮০০-র মতো। ২০-দলীয় জোটের শরিকদেরও দেয়া হয়েছে।

তিনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট তাদের নিজ নিজ দল থেকে মনোনয়ন দিচ্ছে। পরে যখন বাছাই হয়ে যাবে, তখন ঠিক করা হবে। আজ মঙ্গলবার বিকেলে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন।

তবে কি শরিকদের সঙ্গে সর্বমোট আসন বণ্টন ৬০-এর বেশি হবে না?  মির্জা ফখরুল বলেন, মনে হয়।

২০-দলীয় জোটের শরিকদের কত আসন ছাড়ছে বিএনপি? এ প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সঠিক ফিগার বলতে পারব না। সম্ভবত অ্যারাউন্ড ফিফটিন।

২০-দলীয় জোটের মধ্যে বিজেপি, খেলাফত মজলিস, এলডিপি, জাতীয় পার্টি (কাজী জাফর), জমিয়তে উলামায়ে ইসলাম, এনপিপি, লেবার পার্টি ও সাম্যবাদী দলকে আসন ছেড়ে দিয়েছে বিএনপি।

তবে এর সঠিক সংখ্যা জানাতে অপারগতা প্রকাশ করেন মির্জা ফখরুল। এসময় জোটের সঙ্গে আসন বন্টনের বিষয় নিয়েও কথা বলেন তিনি। বলেন, দুই-চার দিনের মধ্যেই আসনের বিষয়টি সমাধান হবে।

NEWS24▐ কামরুল