বিভিন্ন পদে জনবল নিচ্ছে নিউজ টোয়েন্টিফোর

দেশের অন্যতম নিউজ চ্যানেল-নিউজ টোয়েন্টিফোর সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা সরাসরি আবেদন করতে পারবেন।

বিভাগ: নিউজ ডেস্ক পদের নাম: নিউজরুম এডিটর (ন্যাশনাল, ইন্টারন্যাশনাল) শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ক) সাংবাদিকতা, গণযোগাযোগ, গণমাধ্যম অধ্যয়ন বিষয়ে অনার্স পাস হতে হবে খ) ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা

পদের নাম: ট্রেইনি নিউজরুম এডিটর (ন্যাশনাল, ইন্টারন্যাশনাল)  শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:  ক) সাংবাদিকতা, গণযোগাযোগ, গণমাধ্যম অধ্যয়ন বিষয়ে অনার্স পাস হতে হবে । ইন্টার্ন/অ্যাপিয়ার্ডদের বিবেচনা করা হবে।

পদের নাম: সিনিয়র রিপোর্টার (বিজনেস) শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:  ক) সাংবাদিকতা, গণযোগাযোগ, গণমাধ্যম অধ্যয়ন, অর্থনীতি ও বিবিএ অনুষদের যেকোনো বিষয়ে মাস্টার্স পাস হতে হবে;  খ) রিপোর্টিংয়ে ৭ বছরের এবং বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ে টেলিভিশনে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা

পদের নাম: স্টাফ রিপোর্টার (বিজনেস, স্পোর্টস, জেনারেল) শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:   ক) সাংবাদিকতা, গণযোগাযোগ, গণমাধ্যম অধ্যয়ন, অর্থনীতি ও বিবিএ অনুষদের যেকোনো বিষয়ে অনার্স পাস হতে হবে;  খ) অভিজ্ঞদের ক্ষেত্রে অন্য বিভাগে পাস করা প্রার্থীও আবেদন করতে পারবে। গ) ন্যূনতম ৩ থেকে ৪ বছরের অভিজ্ঞতা

বিভাগ: প্রোডাকশন

পদের নাম: অ্যাসোসিয়েট প্রোডিউসার/প্রোডিউসার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:  ক) গণমাধ্যম, চলচ্চিত্র ও যোগাযোগ অধ্যয়ন বিষয়ে ন্যূনতম অনার্স পাস হতে হবে; খ) ৫-৭ বছরের অভিজ্ঞতা।  

পদের নাম: প্রোডাকশন এক্সিকিউটিভ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:  ক) গণমাধ্যম, চলচ্চিত্র ও যোগাযোগ বিষয়ে ন্যূনতম অনার্স পাস হতে হবে;  খ) অভিজ্ঞদের ক্ষেত্রে অন্য বিভাগে পাস করা প্রার্থীও আবেদন করতে পারবে।  

 

বিভাগ: ভিডিও এডিটিং পদের নাম: ভিডিও এডিটর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:  ক) ন্যূনতম বিএ/সমমান পাস  খ) টেলিভিশন নিউজে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা গ) মাল্টিমিডিয়ায় অভিজ্ঞদের প্রাধান্য দেয়া হবে 

বিভাগ: ভিডিওগ্রাফি (ক্যামেরা সেকশন) পদের নাম: সিনিয়র ক্যামেরাপারসন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ক) ন্যূনতম বিএ/সমমান পাস খ) টেলিভিশন নিউজে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা

পদের নাম: ক্যামেরাপারসন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ক) ন্যূনতম বিএ/সমমান পাস খ) টেলিভিশন নিউজ, অনলাইন ও ইলেক্ট্রনিক মাধ্যমে ৩ বছরের অভিজ্ঞতা

বিভাগ: ব্রডকাস্ট অপারেশনস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পদের নাম: এক্সিকিউটিভ (এমসিআর) পদের নাম: এক্সিকিউটিভ (ইনজেস্ট) পদের নাম: অনলাইন ভিডিও এডিটর  পদের নাম: অডিও এডিটর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:  ক) ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স ডিসিপ্লিনে ন্যূনতম ডিপ্লোমা/সমমান পাস খ) অভিজ্ঞদের ক্ষেত্রে অন্য বিভাগে পাস করা প্রার্থীও আবেদন করতে পারবে গ) ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা

বিভাগ: ক্রিয়েটিভ সেল (গ্রাফিক্স অ্যান্ড অ্যানিমেশন) পদের নাম: হেড অব ক্রিয়েটিভ সেল/ হেড অব গ্রাফিক্স অ্যান্ড এনিমেশন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:  ক) ন্যূনতম বিএফএ/ সমমান পাস খ) বিশেষ প্রশিক্ষণপ্রাপ্তদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য গ) ১০ বছরের অভিজ্ঞতা। এক্সপ্রেশন- মোশন গ্রাফিক্স সিস্টেম সফটওয়্যার, ভার্চুয়াল সেট/অগমেনটেড রিয়ালিটি ডিজাইনের বিষয়ে ধারণা থাকতে হবে।

পদের নাম: মোশন গ্রাফিক্স ডিজাইনার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:  ক) ন্যূনতম বিএফএ/ সমমান পাস খ) বিশেষ প্রশিক্ষণপ্রাপ্তদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য গ) ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা

বিভাগ: ডিজিটাল পদের নাম: এসইও অ্যান্ড সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:  ক) ন্যূনতম অনার্স/সমমান (কম্পিউটার বিজ্ঞান, ফলিত পদার্থ ও প্রকৌশল বিষয়ে পাস করাদের অগ্রাধিকার দেয়া হবে) খ) ন্যূনতম ৪ বছরের অভিজ্ঞতা

পদের নাম: কনটেন্ট ডেভেলপার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:   ক) ন্যূনতম অনার্স পাস হতে হবে খ) ১-২ বছরের অভিজ্ঞতা গ) প্রিমিয়ার প্রো, ফটোশপ এবং সোশ্যাল মিডিয়া ও এসইও সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে

পদের নাম: সাব এডিটর (অনলাইন) শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:  ক) সাংবাদিকতা, গণযোগাযোগ, গণমাধ্যম অধ্যয়ন বিষয়ে অনার্স পাস হতে হবে খ) নিউজ ভিত্তিক অনলাইন পোর্টালে ২ বছরের অভিজ্ঞতা

পদের নাম: এপ্রেন্টিস সাব এডিটর (অনলাইন) শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:  ক) সাংবাদিকতা, গণযোগাযোগ, গণমাধ্যম অধ্যয়ন বিষয়ে অনার্স পাস হতে হবে। অ্যাপিয়ার্ড/ ইন্টার্নরাও আবেদন করতে পারবে 

বিভাগ: এইচ আর এন্ড এডমিন

পদের নাম: এক্সিকিউটিভ (কো-অর্ডিনেশন অ্যান্ড ট্রান্সপোর্ট) শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:  ক) ন্যূনতম অনার্স/সমমান খ) লজিস্টিকস/ট্রান্সপোর্ট বিভাগে ন্যূনতম ২-৩ বছরের অভিজ্ঞতা

পদের নাম: ড্রাইভার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:  ক) ন্যূনতম অষ্টম শ্রেণি পাস খ) ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা

আবেদন প্রক্রিয়া: আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখের মধ্যে পদের নাম উল্লেখ করে, সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজ ছবিসহ আবেদনটি ডাকযোগে অথবা ই-মেইলে পাঠিয়ে দিন নিচের ঠিকানায়: 

মানবসম্পদ ও প্রশাসন বিভাগ নিউজ টোয়েন্টিফোর কার্যালয়: প্লট- ৩৭১/এ, ব্লক: ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯ ই-মেইল: hr@news24bd.tv

news24bd.tv/desk