আল আকসা মসজিদে ঈদের নামাজে ‍মুসল্লির ঢল

আল আকসা মসজিদে ঈদের নামাজে ‍মুসল্লির ঢল

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২ মে) অনুষ্ঠিত ঈদের জামাতে দুই লাখের বেশি মুসল্লি অংশগ্রহণ করেন। জেরুজালেম নগর ও এর আশাপাশের অঞ্চল থেকে রাত থেকেই মুসল্লিরা আসা শুরু করেন।

ফিলিস্তিনের ইসলামিক ইনডাউমেন্ট অ্যাফেয়ার্স এর মহাপরিচালক শায়খ আজ্জাম আল খতিব জানান, পবিত্র আল আকসা মসজিদে দুই লাখের বেশি মুসল্লি ঈদের নামাজ পড়েছেন।

গতকাল রাত থেকেই দূর-দূরান্ত থেকে পুরো পরিবার নিয়ে নামাজ পড়তে আসেন ফিলিস্তিনিরা।

ইসরায়েলের দখলদার বাহিনীর কঠোর বিধি-নিষেধ ও বাধাবিপত্তির মধ্যেও আল আকসা প্রান্তরে আসতে থাকেন মুসল্লিরা। তাদের মুখে ছিল আনন্দ-উচ্ছ্বাসের ছাপ। সুবিশাল চত্বরে খেলায় মেতেছিল ফিলিস্তিনের শিশু-কিশোররা।

মসজিদে সমাগত মুসল্লিদের মধ্যে খাবার বিতরণ করতে দেখা যায় স্বেচ্ছাসেবকদের।

জেরুজালেম নগরী ও আল আকসা মসজিদে প্রবেশে ফিলিস্তিনের অন্য এলাকার মানুষের প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা আরোপ অব্যাহত রাখে ইসরায়েল। তদুপরি স্থানীয় মুসল্লিদের আগমনে ভরপুর হয়ে ওঠে আল কুদস নগরের অলিগলি ও মসজিদে আকসার চত্বর।

news24bd.tv তৌহিদ