পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস ঘিরে সরগরম ফুলের বাজার

নিজস্ব প্রতিবেদক

ফাগুনের আগমনী বার্তা ছড়াচ্ছে হিমেল বাতাস। দরজায় কড়া নাড়ছে ভালোবাসা দিবস। দুই মিলে ব্যস্ত সময় কাটছে ফুল চাষিদের। এই সময়ে ফুলের চাহিদা ও বিক্রি ভালো হওয়ায় সারা বছরের লাভ-ক্ষতির হিসেব মেলান কৃষক।

 

ফুল ভালোবাসে না এমন মানুষ হয়তো খুজে পাওয়া যাবে না। বিভিন্ন দিবসে তাই সবচেয়ে বেশি চাহিদা থাকে ‍ফুলের। ভালোবাসা দিবস ঘিরে ঝিনাইদহে রমরমা ফুলের বাণিজ্য।

দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয় এখানকার ফুল।

দাম ভালো পেলে গত বছরের মত এবারও লাভের মুখ দেখবেন বলে আশা কৃষকদের।


১৪ ফেব্রুয়ারি স্বৈরাচার প্রতিরোধ দিবসটার কথা যেন ভুলে না যাই

ওমানে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

 ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং এ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

গণতন্ত্রকে এগিয়ে নিতে বিএনপি কৃত্রিম বাধা তৈরি করছে: কাদের


সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় ৭০০ থেকে ৮০০ হেক্টরজমিতে গোলপের চাষ হয়। প্রায় ৪শ কৃষক বাণিজ্যিক ফুল চাষের সঙ্গে যুক্ত।

ভালোবাসা দিবস-সহ বিভিন্ন দিবস উপলক্ষ্যে, গোলাপ, জারবেরা ও অন্যান্য ফুলের বাড়তি যত্ন নিচ্ছেন এখানকার কৃষক। তবে বাগান মালিকরা বলছেন, আমদানি করা প্লাস্টিকের ফুলের ছড়াছড়ি, নষ্ট করেছে প্রাকৃতিক ফুলের বাজার।

news24bd.tv নাজিম