খুলনা মহানগর জাতীয় পার্টিতে নেতৃত্ব নিয়ে রশি টানাটানি

Other

খুলনায় মহানগর জাতীয় পার্টির নেতৃত্ব নিয়ে রশি টানাটানিতে ব্যস্ত বিবাদমান দুই পক্ষ। বছরের প্রথম দিনে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি আলাদাভাবে পালন করা হয়েছে। এতে সাধারণ নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ-উত্তেজনা।  

নেতাকর্মীরা জানান, তৃণমূলে জাপার কমিটি গঠন নিয়ে বিরোধে খুলনায় এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে।

 

পদত্যাগ-বহিষ্কার আর পরস্পরকে দোষারোপের মধ্যদিয়ে খুলনায় অস্থিতিশীল অবস্থায় রয়েছে মহানগর জাতীয় পার্টি। গেলো ডিসেম্বরে থানা পর্যায়ে কমিটি গঠন নিয়ে বিরোধে বিক্ষুব্ধ নেতাকর্মীর পদত্যাগ, দলীয় কার্যালয়ে বিক্ষোভ, পুত্তলিকা দাহ ও সুবিধাভোগীদের ব্যানার-পোষ্টার অপসারণ করা হয়।

মিষ্টি খেয়ে বাদ পড়া উদযাপন করতেছি, বললেন মাশরাফি

নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সেক্রেটারিসহ দুইজনের বিরুদ্ধে আইভীর মামলা

১০ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করল ৭৬৫০ জন

পরে এ ঘটনায় মহানগর আহবায়ক অ্যাডভোকেট মঞ্জুরুল আলমসহ ৫ জনকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপরই মাঠ পর্যায়ে দু’পক্ষে বিভক্ত হয় মহানগর জাপা।

গত পহেলা জানুয়ারি দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে আলাদা আলাদা কর্মসূচি পালন করে জেলা ও মহানগর জাতীয় পার্টি। পাল্টাপাল্টি কর্মসূচিতে নেতাকর্মীর মধ্যে দেখা দেয় উত্তেজনা।

তৃণমূলের সিদ্ধান্ত উপেক্ষা করে থানা কমিটি গঠনের সমালোচনা করেছেন মহানগর সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক

এদিকে অস্থিতিশীল অবস্থার মধ্যে ৩ জানুয়ারি হঠাৎ করেই সংবাদ সম্মেলনে নিজের অবস্থান ব্যাখ্যা করেন অতিরিক্ত মহাসচিব মো. সাহিদুর রহমান টেপা।

আর বিচ্ছিন্ন কয়েকজন নেতাকর্মী পরিস্থিতি ঘোলাটে করতে অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জেলা জাতীয় পার্টির সভাপতি।   

খুলনায় দলীয় বিভেদ কাটিয়ে তৃণমূলে দল শক্তিশালী হবে এমনটাই প্রত্যাশা নেতাকর্মীদের।

news24bd.tv নাজিম