কুয়েতে গৃহকর্মীকে ধর্ষণ চেষ্টা, বাংলাদেশি গ্রেপ্তার

কুয়েতে গৃহকর্মীকে ধর্ষণ চেষ্টা, বাংলাদেশি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

কুয়েতে এক গৃহকর্মীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ কুয়েতের গণমাধ্যম আল আনবার-এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে।

জানা যায়, রাজধানী কুয়েত সিটি গভর্নরেটের সুররা আবাসিক অঞ্চলে এ ঘটনা ঘটে। এক কুয়েতি নাগরিকের ঘরে কাজের জন্য গিয়েছিলেন অভিযুক্ত বাংলাদেশি।

অভিযোগকারী ওই কুয়েতির ঘরে গৃহকর্মী। তিনি ফিলিপাইনের নাগরিক।


উগান্ডায় নৌকাডুবিতে ২৬ জনের প্রাণহানি

সন্ধ্যায় বনানী কবরস্থানে আবদুল কাদেরের দাফন

অতিরিক্ত খুঁতখুঁতে আপনি ওসিডিতে আক্রান্ত নাতো?


কাজ করার সময় গৃহকর্মীর রুমে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন ওই বাংলাদেশি। সেসময় ওই নারী চিৎকার দিয়ে ওঠেন।

এতে ধর্ষণে ব্যর্থ হন অভিযুক্ত।

পুলিশ ডেকে বাংলাদেশি কর্মীকে ধরিয়ে দেন তার স্পনসর। পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানায়, গৃহকর্মী তাকে যৌনকাজে প্ররোচিত করেছিল। তবে ফিলিপাইনি ওই নারী বিষয়টি অস্বীকার করেন।

কুয়েতের দৈনিকটি গ্রেপ্তার বাংলাদেশির নাম ও পরিচয় প্রকাশ করেনি।

news24bd.tv নাজিম