মহান বিজয় দিবস উপলক্ষে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। 'আসুন সবাই দেশীয় সংস্কৃতি চর্চা করি-বিজয়ের উল্লাসে মেতে উঠি' এই স্লোগানকে সামনে রেখে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের উদ্যোগে আলোচনা সভা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রিয়াদের ঢাকা মেডিকেল সেন্টারের হলরুমে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
রিয়াদ বাংলাদেশ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার মো. জাহাঙ্গীর আলম হৃদয়ের সভাপতিত্বে কবি মসী সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহ আল মামুন।
বক্তব্য রাখেন, বাংলাদেশ থিয়েটারের সিনিয়র সহসভাপতি মির্জা কামাল, সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিটু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, কার্যকরী পরিষদের সন্মানিত সদস্য হাফিজুল ইসলাম পলাশ, শেখ জামাল হোসেন।
বিজয়ের কবিতা পাঠ করেন সুমাইয়া তাহা অথৈ, সারা আজাদ, রেদোয়ান হাফিজ নিবিড়, সুবা আজাদ, রায়না সিরাজ, আবদুল্লা সামি, মোহাম্মদ সলিমুল্লা।
ইমরান খানের সঙ্গে তালেবান প্রতিনিধি দলের সাক্ষাৎ
কুয়েতে রেমিট্যান্স যোদ্ধারা পুরস্কৃত
গেইটম্যান ঘুমিয়ে ছিলেন, ঝরে গেলো ১২ প্রাণ
কেন্দ্রের বাইরে পরীক্ষার খাতা !
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সদস্য - এ কে আজাদ লিটন, দেলোয়ার হোসেন, রাহিল, রোনক, সাদিয়া জাহান,নাজমুল, অভিবাবক সদস্য মাসুম বিল্লাহ, মোহাম্মদ আলী প্রমুখ।
অনুষ্ঠানে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শিশুদের নিয়ে বিষয় ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে রিয়াদ বাংলাদেশ থিয়েটার পরিবারের পক্ষ থেকে পুরুস্কার বিতরণ করা হয়।
চিত্রাঙ্কনের বিষয় ছিলো জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতি, মুক্তিযুদ্ধের চিত্র, জাতীয় শহীদ মিনার, জাতীয় ফল,ফুল, জাতীয় পাখি।
news24bd.tv নাজিম