দুর্নীতির মামলায় এসকে সিনহাসহ ১১ জনের বিচার শুরু

দুর্নীতির মামলায় এসকে সিনহাসহ ১১ জনের বিচার শুরু

অনলাইন ডেস্ক

ফারমার্স ব্যাংকের চার কোটি টাকা স্থানান্তর ও আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ ১১ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার  ঢাকার চতুর্থ বিশেষ জজ শেখ নাজমুল আলমের আদালতে মামলার বাদী দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন সাক্ষ্য দেন। এসময় জামিনে থাকা দুই আসামির জামিনের মেয়াদ বৃদ্ধি ও চার আসামীর জামীন আবেদন মঞ্জুর করেন আদালত।  

দেশে প্রথম কোন প্রধান বিচারপতির বিরুদ্ধে ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে বিচার শুরু হলো।

সেচ্ছায় পদত্যাগ করা সাবেক প্রধান বিচরপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে ২০১৬ সালে ফারমার্স ব্যাংকের দুটি হিসাব থেকে ৪ কোটি টাকা ঋণ নেয়ার ক্ষেত্রে জালিয়াতির ‘প্রমাণ’ পাওয়ার কথা জানায় দুদক। অভিযোগের ভিত্তিতে গত বছরের ১০ জুলাই দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকায় একটি মামলা করেন দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।

মঙ্গলবার এ মামলার সাক্ষগ্রহণ শুরু হয়েছে। মামলার গুরুত্বপূর্ণ আসামি সুরেন্দ্রকুমার সিনহাসহ ৪ আসামীকে পলাতক দেখিয়ে এর বিচার শুরু হলো।

এসময় কারাগারে থাকা তৎকালীর ফার্মার্স ব্যাংকের চেয়ারম্যান মাহবুবুল হক চিশতি ওরফে বাবুল চিশতিকে আদালতে হাজির করা হয়। এছাড়া জামিনে থাকা দুই আসামীসহ বাকী চারজন আদালতে উপস্থিত ছিলেন। এ সময় ৪ আসামীর জামিন মঞ্জুর করেন আদালত।

যদিও আসামীপক্ষের দাবি এই মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগের কোন ভিত্তি নেই।

গত ৯ ডিসেম্বর ১১ জনের বিরুদ্ধে দুদক অভিযোগপত্র দাখিল করে। এতে ফারমার্স ব্যাংকের নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান বাবুল চিশতীর নাম নতুনভাবে অন্তর্ভুক্ত করা হয়। অভিযোগপত্রে বলা হয়, আসামিরা অবৈধভাবে ভুয়া ঋণ সৃষ্টির মাধ্যমে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। সেই অভিযোগপত্র আমলে নিয়ে গত ৫ জানুয়ারি এসকে সিনহাসহ অন্য আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ/ কামরুল