সাংসদ হারুনের আসন কেন শূন্য ঘোষণা করা হবে না জানতে রুল

সাংসদ হারুনের আসন কেন শূন্য ঘোষণা করা হবে না জানতে রুল

অনলাইন ডেস্ক

শুল্কফাঁকির অভিযোগের মামলায় পাঁচ বছরের দণ্ডপ্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য হারুন অর রশীদের আসন কেন শূন্য ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

জনস্বার্থে দায়ের করা রিটের শুনানি নিয়ে আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

দুর্নীতি মামলায় পাঁচ বছর সাজাপ্রাপ্ত আসামি এমপি হারুন। গত বছরের অক্টোবরে শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা নিয়ে পরবর্তীতে তা বিক্রি করে শুল্ক ফাঁকির অভিযোগে আদালত পাঁচ বছরের কারাদণ্ড দেন বিএনপিদলীয় এই সংসদ সদস্যকে।

একইসঙ্গে, হারুনকে ৫০ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম ৪০৯ ধারায় এ রায় দেন।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ