রায়পুরায় আগুনে ১১ দোকান পুড়ে ছাই 

রায়পুরায় ভয়াবহ আগুন

রায়পুরায় আগুনে ১১ দোকান পুড়ে ছাই 

নিজস্ব প্রতিবেক, নরসিংদী

নরসিংদীর রায়পুরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানান।

বুধবার ভোররাতে রায়পুরার হাসিমপুর মৌলভীবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাজারের পাহাড়াদার মসজিদের মাইকে খবর দিলে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে।

খবর পেয়ে রায়পুরা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

দোকান মলিক জামাল উদ্দিন আহমেদ টুটুল ও রায়পুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক সরকার বলেন, লন্ড্রির দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত্র ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বাজারে আমাদের ১১টি দোকান আগুনে পুড়ে গেছে। এতে পঞ্চাশ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।

রায়পুরা ফায়ার সার্ভিস টিম লিডার কাজী নোমান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত্র ঘটতে পারে বলে ধারণা করছি। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় দেড় ঘণ্টা সময় লেগেছে। বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে বাজারের দোকান মালিক ও ব্যবসায়ীরা।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, তদন্ত সাপেক্ষে ক্ষতিগ্রস্থ দোকান মালিক ও ব্যবসায়ীদের সরকারি সাহায্য-সহযোগীতা দেওয়া হবে।

(নিউজ টোয়েন্টিফোর/সুমন/তৌহিদ)

সম্পর্কিত খবর