‘বাংলাদেশের সঙ্গে সম্পর্কের গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র’

নবনিযুক্ত পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীম উদ্দিন

‘বাংলাদেশের সঙ্গে সম্পর্কের গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র’

নিজস্ব প্রতিবেদক

নবনিযুক্ত পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীম উদ্দিন বলেছেন, মার্কিন প্রতিনিধি দলের গঠন প্রমাণ করে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র। তিনি বলেন, মার্কিন প্রতিনিধি দলের আসন্ন সফরে দুদেশের আলোচনা হবে বহুমাত্রিক। বাংলাদেশ সবার সঙ্গেই সম্পর্ক রেখে এগিয়ে যাবে বলেও মত দেন পররাষ্ট্র সচিব।

চার মাসের ব্যবধানে ১৪ সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতো ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু।

তবে এবার প্রেক্ষাপট ভিন্ন। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর এটিই প্রথম কোনো উচ্চ পর্যায়ের বিদেশি প্রতিনিধি দলের সফর।

দলটির নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়নবিষয়ক ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। থাকবেন জাতীয় নিরাপত্তা পরিষদের জ্যেষ্ঠ পরিচালক লিন্ডসে ফোর্ড।

পররাষ্ট্র সচিব জানান, এই সফর যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের গুরুত্বের প্রমাণ।  

যদিও আলোচনার টেবিলে কি এজেন্ডা থাকছে তা এখনই সুনির্দিষ্ট করে জানাতে চায় না পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র সচিব বলেন, আলোচনা হবে বহুমাত্রিক।  

সফররত দলটির সঙ্গে পররাষ্ট্র সচিবের নেতৃত্বে দলগত বৈঠক হবে। এছাড়া তারা সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার সঙ্গেও।

news24bd.tv/আইএএম