দুদকের সাথে রাজনৈতিক অঙ্গন ও আমলাতন্ত্রের সংস্কার জরুরি: ড. ইফতেখারুজ্জামান

ফাইল ছবি

দুদকের সাথে রাজনৈতিক অঙ্গন ও আমলাতন্ত্রের সংস্কার জরুরি: ড. ইফতেখারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান বলেছেন, দুদক দলীয় রাজনৈতিক প্রভাব মুক্ত থাকতে হবে। দুর্নীতিমুক্ত মানুষকে নিয়োগ দিতে হবে।

তিনি বলেন, ক্ষমতাসীনদের মানসিকতার পরিবর্তন করতে হবে। দুদকের সাথে রাজনৈতিক অঙ্গন এবং আমলাতন্ত্রের সংস্কার জরুরি।

বৃহস্পতিবার এক সভায় তিনি আরও বলেন, নিজস্ব প্রসিকিউশন ইউনিট থাকা জরুরি। তিনি অভিযোগ করেন, দুদকের চেয়ারম্যান এবং কমিশনারদের নিয়োগ দেয়া হয় রাজনৈতিক বিবেচনায়।

ড. ইফতেখারুজ্জামান বলেন, এর ফলে রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং আমলাদের সুরক্ষা দেয়ার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। স্বাধীনভাবে কাজ করতে দুদককে সাংবিধানিক মর্যাদা দেয়া উচিত।

এসময় তিনি আরও বলেন, ছাত্র জনতা এবং অন্যান্য অংশীজনদের পরামর্শ নিয়ে দুদক সংস্কারের সার্বিক পরিকল্পনা নেয়া হবে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক