দুর্নীতি-চাঁদাবাজি-সন্ত্রাস নির্মূলে ছাত্র-জনতার অঙ্গীকার

দুর্নীতি-চাঁদাবাজি-সন্ত্রাস নির্মূলে ছাত্র-জনতার অঙ্গীকার

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

দুর্নীতি-চাঁদাবাজি-সন্ত্রাস নির্মূলের অঙ্গীকার নিয়ে চুয়াডাঙ্গায় ছাত্র-জনতার মতবিনিময় সভা হয়েছে। চুয়াডাঙ্গার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  

‘ছাত্র-জনতার ঐক্য চিরজীবী হোক’ স্লোগান নিয়ে বুধবার বেলা ১১টায় শহরের হোটেল সাহিদ প্যালেসের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ওয়াহিদ উজ্জামান, আকরাম হোসাইন রাজ, আশরেফা খাতুন, আবুবক্কর খান, ফারহানা ফারিনা, মইনুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা, নবাগত পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ ও জেলা জামায়াতের আমীর রুহুল আমিন।

বক্তারা বলেন, ‘দুর্নীতিগ্রস্ত রাজনীতির কারনে গত ১৫ বছরে মানুষ আতঙ্কিত ছিল। আমরা আইনের শাসন চাই। আইনে যে দোষী, সে যে দলেরই হোক; তার বিচার করতে হবে।

পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান কেন্দ্রীয় সমন্বয়করা।

news24bd.tv/কেআই