অপসারিত কুমিল্লা সিটির মেয়রের বিরুদ্ধে মামলা

তাহসীন বাহার সূচনা

অপসারিত কুমিল্লা সিটির মেয়রের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক

কুমিল্লা সিটি করপোরেশনের অপসারিত মেয়র তাহসীন বাহারস সূচনাসহ ১৫৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বিএনপির এক নেতা। তাদের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সশস্ত্র হামলা ও গুলি করে আহত করা হয় অনেককে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের কোটবাড়ি নন্দনপুর এলাকায় আন্দোলন চলাকালে হামলার অভিযোগে ওই মামলা করা হয়। সোমবার (৯ সেপ্টেম্বর) কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের মামলাটির বাদী হয়েছেন আবু সাঈদ নামে বিএনপির এক নেতা।

তিনি কুমিল্লা নগরের ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিবের পদে রয়েছেন। মামলায় আবু সাঈদ নিজেকে হামলাতে গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেন।

সোমবার রাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন ভূঁইয়া মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এই মামলায় তাহসীন বাহারকে প্রধান আসামি করে ১০৫ জনের নাম উল্লেখ করা হয়।

এছাড়াও অজ্ঞাত আরও ৪০-৫০ জনকে অভিযুক্ত করা হয়।

উল্লেখ্য, তাহসীন বাহার সূচনা কুমিল্লা-৬ (কুমিল্লা আদর্শ সদর উপজেলা, সিটি করপোরেশন ও সেনানিবাস) আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিনের মেয়ে।

news24bd.tv/SC