প্রধান উপদেষ্টার বাসভবন এবং সচিবালয়ের সামনে সভা-সমাবেশ নিষিদ্ধ

সংগৃহীত ছবি

প্রধান উপদেষ্টার বাসভবন এবং সচিবালয়ের সামনে সভা-সমাবেশ নিষিদ্ধ

অনলাইন ডেস্ক

সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার আশেপাশে সবধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা এবং বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (২৬ আগস্ট) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।  

রোববার (২৫ আগস্ট) এক গণবিজ্ঞপ্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসানের আদেশক্রমে এ নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুন: আনসারের উচ্চপর্যায়ে বড় রদবদল

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ডিএমপি (অর্ডিন্যান্স নং ৩/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে সোমবার (২৬ আগস্ট) হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনের (যমুনা) আশেপাশের এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা এবং বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

আরও পড়ুন: হাসনাত-সারজিস সচিবালয়ে আটকা, রাজু ভাস্কর্যে ছাত্রদের ঢল

news24bd.tv/SHS