আকাশপথে কড়াকড়ি বেশ আগে থেকেই। জুনাইদ আহমেদ পলক এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রে্প্তার হয়েছেন বিমানবন্দরে। ফলে এবার ভিন্ন পথে পালানোর চেষ্টা চালিয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। কিন্তু অবশেষে ধরা পড়তেই হলো।
মঙ্গলবার রাতে রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দুজনে পালানোর চেষ্টা করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর সদরঘাট এলাকায় অভিযানে যায় পুলিশের একটি দল। পরে নৌপথে পালানোর সময় তারা আটক হন। এরপরে নিউমার্কেট থানায় দায়েরকৃত মামলায় সাবেক মন্ত্রী পদমর্যাদার এ দুই নেতাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মাইনুল হাসান জানিয়েছেন, সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক পালানোর চেষ্টাকালে গোয়েন্দারা তাকে ধরে ফেলে। বিমানে ঝুঁকি মনে করায় নিরাপদ রুট মনে করেই আওয়ামী লীগের হেভিওয়েট এ দুই নেতা নৌপথে পালানোর চেষ্টা করছিলেন।
যদিও গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর সালমান এফ রহমান তার সঙ্গে পালিয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমে খবর আসে।