আওয়ামী লীগ সরকারের পতনের পর চারদিকে লেগেছে পদত্যাগের হিড়িক। বিভিন্ন উচ্চপদস্ত কর্মকর্তারা হয় নিজ থেকে অব্যাহতি নিচ্ছেন, নয়তো বহিষ্কার হচ্ছেন। সরকার পতনের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনকেও পদত্যাগের জন্য দেওয়া হয় আল্টিমেটাম। তবে সেই আল্টিমেটাম পরোয়া না করে উল্টো আরও একদফা নির্বাচনের ঘোষণা দিয়েছেন সাবেক এই ফুটবলার।
একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পদত্যাগ প্রসঙ্গে বাফুফে সভাপতি বলেন, ‘আমি পদত্যাগ করব না। নির্বাচন করব। নির্বাচন করা আমার গণতান্ত্রিক অধিকার। সেটা থেকে আমাকে বঞ্চিত করবেন কীভাবে?’
‘বাংলাদেশ ফুটবল আলট্রাস’ নামে ফুটবল সমর্থকদের একটি সংগঠন সালাউদ্দিনকে পদত্যাগের জন্য সময় বেধে দিয়েছিল।
সালাউদ্দিন অভিযোগ করে আরও বলেন, ‘ওরা আমার পদত্যাগ চাওয়ার কে, সেটা আমি জানতে চাই। ফুটবলে এভাবে কাউকে নিষিদ্ধ করার নিয়ম কোথায় আছে, তা আমি জানতে চাই। ওরা বললেই তো হবে না। ওরা কারা? ওরা সাইফ স্পোর্টিংয়ের (২০২২ সালে বিলুপ্ত ক্লাবের কর্ণধার তরফদার রুহুল আমিন) হয়ে কথা বলছে। ফুটবলে তাদের কতটুকু অবদান আছে?’
বলে রাখা ভালো, সরকার পরিবর্তন হলেও বাফুফেতে সরকারের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। ফিফার অনিয়ম অনুযায়ী, ফেডারেশনের ওপর রাজনৈতিক হস্তক্ষেপ থাকলে তাদের সদস্য পদ স্থগিত করা হয়।
news24bd.tv/SHS